স্বাস্থ্য ভবন অভিযানে বামেরাও

নোটবন্দির বর্ষপূর্তি উপলক্ষে মৌলালীর রামলীলা ময়দান থেকে রিজার্ভ ব্যাঙ্ক পর্যন্ত বামেদের মিছিল ও সমাবেশ হবে ৮ নভেম্বর। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৭ ০৩:৫০
Share:

ফাইল চিত্র।

ডেঙ্গি নিয়ে এতদিন রক্তদান, সচেতনতা প্রচার এবং স্থানীয় বিক্ষোভের মধ্যেই ছিল বামেরা। এ বার কলকাতায় তেড়েফুঁড়ে পথে নামছে তারা। ডেঙ্গি নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদে আজ, বৃহস্পতিবার কলকাতা পুরসভার সামনে বিক্ষোভ করবে কলকাতা জেলা সিপিএম। ডেঙ্গি নিয়ে রাজ্য সরকারের দেওয়া বিভিন্ন রকম তথ্যে আদতে বিভ্রান্তি ছড়াচ্ছে, রাজ্য সরকার কেন এই রোগ স্বীকার করছে না, সেই প্রশ্ন তুলে আগামী ৬ নভেম্বর স্বাস্থ্য ভবনেও ধর্না-বিক্ষোভের কর্মসূচি নিয়েছে বামফ্রন্ট। বস্তুত, আগামী এক সপ্তাহ টানা পথেই থাকবে বামেরা। বিপিএমওর জাঠা শেষে সমাবেশ হবে আগামী কাল, শুক্রবার। আর নোটবন্দির বর্ষপূর্তি উপলক্ষে মৌলালীর রামলীলা ময়দান থেকে রিজার্ভ ব্যাঙ্ক পর্যন্ত বামেদের মিছিল ও সমাবেশ হবে ৮ নভেম্বর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement