উদ্বাস্তুদের সংগ্রাম নিয়ে সংকলন প্রকাশ অনুষ্ঠানে বিমান বসু, সুজন চক্রবর্তী প্রমুখ
দেশ ভাগের পরে বহু যন্ত্রণার জীবন কাটিয়েছেন উদ্বাস্তুরা। বাংলায় প্রথম যৌথ আন্দোলন গড়ে উঠেছিল উদ্বাস্তুদের নিয়েই। কিন্তু বিভাজনের সঙ্কীর্ণ রাজনীতি এখানে মাথাচাড়া দেয়নি। এখন সাম্প্রদায়িক শক্তির মদতে যে সমস্যা দেখা দিয়েছে। উদ্বাস্তুদের সংগ্রাম নিয়ে লেখার সংকলন প্রকাশ করতে গিয়ে এই দাবিই করলেন সিপিএম নেতা বিমান বসু, সুজন চক্রবর্তীরা। সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদের (ইউসিআরসি) উদ্যোগে বুধবার কলকাতা প্রেস ক্লাবে ‘সীমান্ত পেরিয়ে সংগ্রাম, বাস্তুহারা জীবনের ইতিবৃত্ত’ শীর্ষক সংকলনটির আনুষ্ঠানিক প্রকাশ করেন বিমানবাবু। তাঁর কথায়, ‘‘বইয়ের চেয়েও বেশি করে এটা একটা দীর্ঘ সময়ের দলিল।’’ সংকলনটির সম্পাদনা করেছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজনবাবু।