বিকাশ ভট্টাচার্য। —ফাইল চিত্র।
অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যসভায় সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ ভট্টাচার্য। যাদবপুর-সন্তোষপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর পেসমেকার বসেছে। হাসপাতাল সূত্রে খবর, সিপিএম সাংসদের শারীরিক অবস্থা স্থিতিশীল।
বাইপাসের ধারে পূর্বালেকে বিকাশের বাড়ি। বৃহস্পতিবার বিকেলে অস্বস্তি বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসকেরা একাধিক পরীক্ষা করে জানান, তাঁর পেসমেকার বসানো প্রয়োজন। দলের তরফে সন্ধ্যা থেকেই হাসপাতালে ছিলেন প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়-সহ অন্য নেতারা।
সিপিএম নেতৃত্বকে হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, বিকাশের অস্ত্রোপচার সফল হয়েছে। তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে তাঁকে পর্যবেক্ষণের জন্য কিছু দিন হাসপাতালে রাখা হবে। সিপিএম নেতা সাম্য গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘চিকিৎসকেরা জানিয়েছেন, বিকাশদার সফল অস্ত্রোপচার হয়েছে। তাঁর হৃদযন্ত্রে ডুয়েল চেম্বার পেসমেকার বসানো হয়েছে। শারীরিক অবস্থা স্থিতিশীল।’’ চিকিৎসক সুনীপ বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে বিকাশের।