CPM

ব্রিগেডে বক্তা নিরাপদ, বন্যারা

এখনও পর্যন্ত যা ঠিক হয়েছে, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ছাড়া আগামী ২০ এপ্রিল ব্রিগেডের মঞ্চে তথাকথিত ‘ওজনদার’ কোনও নেতা থাকছেন না বক্তা হিসেবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৫ ০৪:৪৩
Share:
ব্রিগেড সমাবেশের আয়োজন করছে সিপিএম।

ব্রিগেড সমাবেশের আয়োজন করছে সিপিএম। —প্রতীকী চিত্র।

শ্রমিক, কৃষক, খেতমজুর ও বস্তি সংগঠনকে সামনে রেখে এ বার ব্রিগেড সমাবেশের আয়োজন করছে সিপিএম। আয়োজক ওই গণ-সংগঠনগুলির নেতৃত্বকেই ব্রিগেডে বক্তা হিসেবে বেছে নেওয়া হল। এখনও পর্যন্ত যা ঠিক হয়েছে, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ছাড়া আগামী ২০ এপ্রিল ব্রিগেডের মঞ্চে তথাকথিত ‘ওজনদার’ কোনও নেতা থাকছেন না বক্তা হিসেবে। শ্রমিক সংগঠন সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহু, কৃষক সভার অমল হালদার, খেতমজুর ইউনিয়নের নিরাপদ সর্দার ও বন্যা টুডু এবং পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির সুখরঞ্জন দে ওই সমাবেশে বক্তা-তালিকায় আছেন। এ ছাড়াও থাকছেন সেলিম। শ্রমকোড বাতিল, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, ফসলের ন্যূনতম মূল্য, রাজ্যে শিল্পায়ন ও কর্মসংস্থান, খেতমজুরদের মজুরি বৃদ্ধি, বস্তি উচ্ছেদ বন্ধ ও পাট্টা প্রদান-সহ একগুচ্ছ দাবি নিয়ে এই ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে সিটু, কৃষক সভা, খেতমজুর ইউনিয়ন এবং বস্তি উন্নয়ন সমিতি। আর জি কর-কাণ্ডে ন্যায়বিচারের দাবিও রয়েছে তার সঙ্গে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement