ধুন্ধুমার দমদম সেন্ট্রাল জেলে। —ফাইল চিত্র।
দমদম সেন্ট্রাল জেলে সংঘর্ষ ও গুলিচালনার ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত দাবি করলেন সিপিএমের রাজ্য নেতৃত্ব। নবান্নে সোমবার করোনা পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠকের পরে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দমদম-কাণ্ড নিয়ে কথা বলেছেন। রাজ্যের পদস্থ পুলিশ-কর্তাদের অনেকেই ছিলেন। সূর্যবাবু, সুজনবাবু মুখ্যমন্ত্রীকে বলেন, জেলে এমন গুলিচালনা এবং অন্তত ৬ জনের মৃত্যুর ঘটনা স্বাধীনতার পর থেকে এ রাজ্যে বেনজির। মুখ্যমন্ত্রী তাঁদের জানান, তিনি সিআইডি-কে বিষয়টি দেখতে বলেছেন। সিপিএম নেতারা দাবি করেছেন, যথাযথ তদন্ত করে সব তথ্য বার করা হোক। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক।