State News

জেল-কাণ্ড নিয়ে মমতার কাছে সূর্যেরা

সূর্যবাবু, সুজনবাবু মুখ্যমন্ত্রীকে বলেন, জেলে এমন গুলিচালনা এবং অন্তত ৬ জনের মৃত্যুর ঘটনা স্বাধীনতার পর থেকে এ রাজ্যে বেনজির।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ মার্চ ২০২০ ০১:৫৭
Share:

ধুন্ধুমার দমদম সেন্ট্রাল জেলে। —ফাইল চিত্র।

দমদম সেন্ট্রাল জেলে সংঘর্ষ ও গুলিচালনার ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত দাবি করলেন সিপিএমের রাজ্য নেতৃত্ব। নবান্নে সোমবার করোনা পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠকের পরে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দমদম-কাণ্ড নিয়ে কথা বলেছেন। রাজ্যের পদস্থ পুলিশ-কর্তাদের অনেকেই ছিলেন। সূর্যবাবু, সুজনবাবু মুখ্যমন্ত্রীকে বলেন, জেলে এমন গুলিচালনা এবং অন্তত ৬ জনের মৃত্যুর ঘটনা স্বাধীনতার পর থেকে এ রাজ্যে বেনজির। মুখ্যমন্ত্রী তাঁদের জানান, তিনি সিআইডি-কে বিষয়টি দেখতে বলেছেন। সিপিএম নেতারা দাবি করেছেন, যথাযথ তদন্ত করে সব তথ্য বার করা হোক। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement