সিপিআই (এম-এল) লিবারেশনের বিক্ষোভ। নিজস্ব চিত্র।
বাংলার ‘গণ-রায়কে অগ্রাহ্য করে রাজ্যে অস্থিরতা সৃষ্টির কেন্দ্রীয় চক্রান্তের’ বিরুদ্ধে এবং রাজ্যপাল জগদীপ ধনখড়ের অপসারণের দাবিতে রাজ্য জুড়ে প্রতিবাদ দিবস পালন করল সিপিআই (এম-এল) লিবারেশন। জলপাইগুড়ি, বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি-সহ নানা জেলায় মঙ্গলবার প্ল্যাকার্ড নিয়ে কোভিড-বিধি মেনে বিক্ষোভে শামিল হয়েছিলেন লিবারেশন নেতা-কর্মীরা। দক্ষিণ শহরতলির বাঘাযতীন এলাকাতেও বিক্ষোভ হয়েছে। অন্য দিকে, সেভ ডেমোক্র্যাসি’র সম্পাদক চঞ্চল চক্রবর্তী এ দিন বলেছেন, ‘‘নারদ-কাণ্ডে সাংসদদের টাকা নেওয়ার বিষয়ে তদন্তের জন্য এথিক্স কমিটি গঠিত হয়েছিল লালকৃষ্ণ আ়ডবাণীর নেতৃত্বে। তার একটিও বৈঠক ডাকা হয়নি। তখন বিজেপি কাদের সাহায্য করেছিল? এই শোরগোলের মধ্যে এই কথাটা মনে করিয়ে দেওয়া দরকার!’’