চাকরি-প্রার্থীদের অবস্থানে সিপিআই নেতারা। নিজস্ব চিত্র।
নিয়োগের দাবিতে আন্দোলনরত স্কুল সার্ভিস কমিশনের (এসএলএসটি) চাকরি-প্রার্থীদের সঙ্গে দেখা করে এলেন সিপিআইয়ের নেতারা। ময়দান চত্বরে অবস্থানের ৫৭২ দিনে চাকরি-প্রার্থীদের সিপিআইয়ের তরফে পাশে থাকার বার্তা দিতে গিয়েছিলেন শ্রীকুমার মুখোপাধ্যায়, প্রবীর দেব, তমোনাশ ভট্টাচার্য, নন্দ সেনগুপ্ত, পারমিতা দাশগুপ্তেরা। দলের যুব ফেডারেশন, মহিলা সমিতি এবং বিটিইএ-র প্রতিনিধিরা ছিলেন ওই দলে। অবস্থান-মঞ্চে সোমবার চাকরি-প্রার্থী দুই মহিলা অসুস্থ হয়ে পড়েন। সিপিআইয়ের প্রতিনিধি দলে চিকিৎসক থাকায় প্রাথমিক চিকিৎসা হয়। সিপিআই নেতারা আশ্বাস দিয়েছেন, অবস্থান-মঞ্চে মেডিক্যাল টিমের ব্যবস্থা করবেন। প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার বলেন, ‘‘ওঁরা যে কঠিন লড়াই চালাচ্ছেন, তার সঙ্গী আমরা সবাই। এঁদের চোখের জল সরকারের জন্য খুব ভারী হয়ে যাবে!’’