রাজ্যের করোনা চিত্র
কলকাতায় ফের অনেকটা বাড়ল করোনা সংক্রমণের পরিমাণ। মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিনে দেখা গিয়েছে শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ৭৮৮ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। আগের ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছিল ৬০৩। কলকাতাতেও বেড়েছে দৈনিক সংক্রমণ। শেষ ২৪ ঘণ্টায় কলকাতায় দৈনিক আক্রান্ত দাঁড়িয়েছে ২০২।
মঙ্গলবারের পর রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৯৯ হাজার ৮৭৯। এর মধ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লক্ষ ৭২ হাজার ৭১১ জন। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ৭৫৯ জন। রাজ্যে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭ হাজার ৯১৬। উল্লেখযোগ্য ভাবে শেষ ২৪ ঘণ্টায় বেড়েছে সক্রিয় আক্রান্তের সংখ্যা। তবে এ সবের মধ্যে কমেছে দৈনিক মৃত্যু ও সংক্রমণের হার। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১২ জনের, সংক্রমণের হার কিছুটা কমে দাঁড়িয়েছে ২.১২ শতাংশ।
জেলাভিত্তিক সংক্রমণের তালিকায় এখনও শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় ফের দৈনিক সংক্রমণ ২০০-এর গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। শেষ ২৪ ঘণ্টায় ২০২ জন নতুন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। তালিকায় এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা, সেই জেলায় দৈনিক আক্রান্ত ১৪৬। তালিকায় এর পরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা (৭০), হুগলি (৭৫), হাওড়া (৬৯), নদিয়া (৪০)।
শেষ কয়েকদিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় অনেকটাই বেড়েছে করোনা টিকাকরণের সংখ্যা। কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুসারে শেষ ২৪ ঘণ্টায় টিকা পেয়েছে ন’লক্ষ ৪৭ হাজার ৯২৫ জন। এর ফলে রাজ্যে মোট টিকাপ্রাপ্তের সংখ্যা দাঁড়িয়ে আট কোটি ১৮ লক্ষের বেশি।