রাজ্যের করোনা চিত্র
ফের রাজ্যে বাড়ল করোনা সংক্রমণ। দৈনিক সংক্রমণ দাঁড়িয়েছে ৮৬২-তে। আগের ২৪ ঘণ্টায় এই সংক্রমণের সংখ্যা ছিল ৭২৫। অন্য দিকে বেড়েছে কলকাতার সংক্রমণের হারও। শেষ ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে ২৪৯ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। তবে আগের ২৪ ঘণ্টায় তুলনায় কিছুটা কমেছে সংক্রমণের হার। শেষ ২৪ ঘণ্টায় সংক্রমণের হার দাঁড়িয়েছে ২.২০ শতাংশ।
রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৯৪ হাজার ৪৯৫ জন। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে মোট ৩৯ হাজার ১১২ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এর ফলে সংক্রমণের হার দাঁড়িয়েছে ২.২০ শতাংশ। মঙ্গলবারের হিসাবে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ১২৬ জন। রাজ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লক্ষ ৬৭ হাজার ২০৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৭১ জন। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১১ জন। এর ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা পৌঁছে গিয়েছে ১৯ হাজার ১৬০-এ।
জেলা ভিত্তিক সংক্রমণের হিসাবে এখনও শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় শেষ ২৪ ঘণ্টায় ২৪৯ জন নতুন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। তালিকায় এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেই জেলায় শেষ ২৪ ঘণ্টায় সংক্রমণের পরিমাণ ১৩৫। তালিকায় এর পরেই তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, সেখানে শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৮৮। হুগলিতে শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭০ জন, হাওড়ায় ৬১ জন।
রাজ্যে সোমবারের তুলনায় বেশ কিছুটা বেড়েছে করোনা টিকাকরণের সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন ১১ লক্ষ ২৪ হাজার ২১৮। রাজ্যে এখনও পর্যন্ত মোট টিকা পেয়েছে সাত কোটি ৮৮ লক্ষ ৭৬ হাজার ১৩১ জন।