Coronavirus in West Bengal

অ্যাম্বুল্যান্স থেকে হাসপাতালে ভর্তি, করোনা মোকাবিলায় জরুরি নম্বর প্রকাশ রাজ্যের

রাজ্যে দৈনিক সংক্রমণ ১০ হাজার ছাড়িয়ে গিয়েছে। তাই একাধিক আপৎকালীন নম্বর চালু করল রাজ্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২১ ১২:৩৫
Share:

করোনা পরিস্থিতিতে বিশেষ পদক্ষেপ রাজ্যের। —ফাইল চিত্র।

দৈনিক করোনা সংক্রমণ ১০ হাজার ছাড়িয়ে গিয়েছে রাজ্যে। দৈনিক মৃত্যুও ঘোরাফেরা করছে ৬০-এর আশপাশে। এমন অবস্থায় বিশেষ আপৎকালীন নম্বর চালু করল পশ্চিমবঙ্গ সরকার। কোভিড আক্রান্ত রোগীদের যে কোনও প্রয়োজনে স্বাস্থ্য দফতরের ১৮০০-৩১৩-৪৪৪-২২২ নম্বরে ফোন করতে বলা হয়েছে।

Advertisement

২৪ ঘণ্টা অ্যাম্বুল্যান্স পরিষেবার জন্য চালু করা হয়েছে দু’টি নম্বর। পশ্চিমবঙ্গ সরকারের আপৎকালীন নম্বরটি হল ০৩৩-৪০৯০-২৯২৯। কলকাতা পুরসভার নম্বর ০৩৩-২২১৯-৭২০২/২২৪১-১২৫৫। কোভিড পরিস্থিতিতে ভিডিয়ো কল অথবা ফোনে চিকিৎসকদের পরামর্শ এবং ওষুধের জন্য ০৩৩-২৩৫৭-৬০০১ নম্বরটি দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টাই লাইনটি চালু থাকবে।

এ ছাড়াও, দিনের যে কোনও সময় কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে ফোন করা যাবে ০৩৩-২২৮৬-১২১২/১৩১৩ নম্বরে। হাসপাতালে রোগী ভর্তি করাতে চাইলে ফোন করতে হবে ১৮০০-৩১৩-৪৪৪-২২২ নম্বরে। ৮৩৩৫৯৮৮৮৮৮ নম্বরে হোয়াটসঅ্যাপেও কলকাতা পুরসভার সঙ্গে যোগাযোগ করা যাবে।

Advertisement

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

অবসাদ এবং হতাশার ক্ষেত্রে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৮০০-৩১৩-৪৪৪-২২২ নম্বরে ফোন করে মনোরোগ বিশেষজ্ঞের সাহায্য নিতে পারবেন সাধারণ মানুষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement