করোনা পরিস্থিতির মধ্যেই কেন্দ্র ও রাজ্যের টানাপড়েন তুঙ্গে উঠেছিল। কিন্তু বুধবার বেলেঘাটা আইডি হাসপাতাল পরিদর্শন করে তার ব্যবস্থাপনা ও পরিকাঠমো নিয়ে রাজ্যকে প্রশংসায় ভরিয়ে দিলেন কেন্দ্রীয় দলের সদস্যরাই। বেলেঘাটা আইডি-কে ‘বিরলতম হাসপাতালগুলির একটি’ বলে আখ্যা দিয়েছেন তাঁরা।
ইতিমধ্যেই বেলেঘাটা আইডি হাসপাতাল দু’বার ঘুরে দেখেছেন কেন্দ্রীয় দলের সদস্যরা। প্রথম দফায় সেখানে যায় অপূর্ব চন্দ্রের নেতৃত্বাধীন কেন্দ্রীয় দল। তবে তাঁরা হাসপাতালের ভিতরে যাননি। দ্বিতীয় দফায় রাজ্যের ‘করোনা পারফরম্যান্স’ খতিয়ে দেখার ভার দেওয়া হয় কেন্দ্রীয় দলেরই অন্য দুই সদস্য চিকিৎসক অপরিজিতা দাশগুপ্ত ও লীনা বন্দ্যোপাধ্যায়কে। ওই দিন হাসপাতাল পরিদর্শন করেন ওই দুই চিকিৎসক। করোনা-আবহের মধ্যে রাজ্যে আক্রান্ত ও মৃতের পরিসংখ্যান সংক্রান্ত তথ্য নিয়ে কেন্দ্র ও রাজ্য দ্বন্দ্বের সূত্রপাত। এ দিন অবশ্য একেবারে উল্টো ছবিই ধরা পড়েছে। প্রয়োজনীয় তথ্য সরবরাহ নিয়ে বেলেঘাটা আইডি কর্তৃপক্ষের প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় দলের সদস্যরা। ওই দুই চিকিৎসক সেখানকার ভিজিটর্স বুকে লিখে এসেছেন, ‘হাসপাতালের কর্তারা খুব দ্রুত, বিশদ তথ্য দিয়েছেন, কারণ সব কিছু সম্পর্কেই তাঁরা অবহিত।’
কেন্দ্রীয় দলের দেওয়া নোট
হাসপাতালের পরিকাঠামো দেখেও মুক্তকণ্ঠে প্রশংসা করেছেন কেন্দ্রীয় দলের সদস্যরা। তাঁরা আরও জানিয়েছেন, ‘বেলেঘাটা আইডি হাসপাতালের ব্যবস্থাপনা, পরিকাঠামো এবং রোগীদের প্রতি যত্ন দেখে তাঁরা অভিভূত। তাঁদের কথায় বেলেঘাটা আইডির ‘সবই অসাধারণ।’
আরও পড়ুন: গ্রামবাংলার অর্থনীতির জাগরণ ঘটাতে নতুন প্রকল্প ঘোষণা মমতার
শুধু মাত্র চিকিৎসা ব্যবস্থাই নয়, হাসপাতালের অন্যান্য পরিকাঠামো নিয়েও একের পর এক প্রশংসাসূচক শব্দ খরচ করেছেন কেন্দ্রীয় দলের ওই দুই সদস্য। তাঁরা জানিয়েছেন, ‘এই হাসপাতাল হল সেই বিরলতম হাসপাতালগুলির একটি, যা কোভিড ১৯ রোগীদের দেখভালের সঙ্গে যুক্তদের খাবার, চিকিৎসা এবং থাকার ব্যবস্থা করছে।’ সেইসঙ্গে আরও যোগ করেছেন, ‘হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের পরিচ্ছন্নতা, দক্ষতা এবং দায়িত্বশীলতা আমাদের মুগ্ধ করেছে।’
আরও পড়ুন: তীব্র আর্থিক সঙ্কটের মধ্যেও বাড়ছে উৎসব অগ্রিম, বোনাসও
করোনা প্রতিরোধে রাজ্যের ভূমিকা নিয়ে বার বার সমালোচনার সুরই শোনা গিয়েছে কেন্দ্রের তরফে। কিন্তু এ বার উলটপুরাণ। বেলেঘাটা আইডি দেখে মুগ্ধ কেন্দ্রের পাঠানো দলের সদস্যরাই। সে কথা বার বার বলেছেন তাঁরা।