Coronavirus in West Bengal

Coronavirus in West Bengal: রাজ্যে দৈনিক আক্রান্ত এক লাফে বেড়ে ৬০০ পার, মৃত্যু ন’জনের, কলকাতায় তিন

শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা পেয়েছেন দু’লক্ষ ৫৩ হাজার ৯৫০ জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২১ ১৯:৪৮
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

চার দিন পর ফের ৬০০-র উপর উঠল রাজ্যে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা। কলকাতাতেও ১২ দিন পর আক্রান্তের সংখ্যা ২০০ পার করল। রাজ্যে বাড়ল সংক্রমণের হারও। সেই সঙ্গে বাড়ল সক্রিয় রোগীর সংখ্যাও।

শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬২৮ জন। মহানগরীতে নতুন আক্রান্ত ২০৬ জন। উত্তর ২৪ পরগনাতেও দৈনিক আক্রান্ত আবার বেড়ে ১০০ ছাড়াল। ওই জেলায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১০৭ জন। তবে কমেছে কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়ায়। ওই দুই জেলায় নতুন আক্রান্ত যথাক্রমে ৩৩ জন ও ৩৫ জন। বাড়ল হুগলিতেও। সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬ জন। নদিয়া ও বীরভূমে এক ধাক্কায় অনেকটা বেড়ে হল যথাক্রমে ৪১ ও ৩১।

Advertisement

শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ন’জনের। তার মধ্যে কলকাতা ও হুগলিতে তিন জন করে কোভিড রোগী মারা গিয়েছেন। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ১৯ হাজার ৫৮৪। গত ২৪ ঘণ্টায় সংক্রমণমুক্ত হয়েছেন ৬১০ জন। রাজ্যে দৈনিক সংক্রমণের হার আবার বেড়ে হল ১.৬৪ শতাংশ। কোভিড পরীক্ষা হয়েছে ৩৮ হাজার ২৭৪ জনের। বাংলায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হল সাত হাজার ৫৭৪। কলকাতায় বেড়ে হল দু’হাজার ১৭৩।

শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা পেয়েছেন দু’লক্ষ ৫৩ হাজার ৯৫০ জন। রাজ্যে এখনও পর্যন্ত মোট টিকাপ্রাপ্তি ন’কোটি ৬১ লক্ষ ৯৯ হাজার ১৫০।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement