গ্রাফিক: সনৎ সিংহ।
টানা তিন দিন রাজ্যে দৈনিক আক্রান্ত ৮৫০-র উপর। বৃহস্পতিবারের তুলনায় খুব বেশি হেরফের দেখা গেল না কলকাতায় নতুন আক্রান্ত সংখ্যায়। উত্তর ২৪ পরগনায় সামান্য কমলেও রয়েছে ১৫০-র কাছাকাছি। শুক্রবার রাজ্যে সংক্রমণের হার কমেছে। বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। মৃত্যুও বেড়েছে।
শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৮৬০ জন। জেলাভিত্তিক তালিকায় শীর্ষে রয়েছে কলকাতা। মহানগরীতে নতুন আক্রান্ত ২৩৩ জন। উত্তর ২৪ পরগনায় সংক্রমিত হয়েছেন ১৪৮ জন। তালিকায় তার পরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা (৭৬), হুগলি (৭২), হাও়ডা (৫১)। দার্জিলিঙে সামান্য বেড়ে ৫০-র কাছাকাছি।
শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ১৪ জনের। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৯ হাজার ২৯৪ জন। এ দিন উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে পাঁচ জনের। কলকাতায় চার জনের। সংক্রমণমুক্ত হয়েছেন ৮১৯ জন। শুক্রবার রাজ্যে সংক্রমণের হার হল ২.০৯ শতাংশ। কোভিড পরীক্ষা হয়েছে ৪১ হাজার ১১৩ জনের। বাংলায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হল আট হাজার।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা পেয়েছেন দু’লক্ষ ৯২ হাজার ১৮৮ জন। এখনও পর্যন্ত টিকাদান হয়েছে মোট আট কোটি ৩২ লক্ষ ৬৬ হাজার ৫৮।