Rajiv Gandhi

কোভিড সহায়তায় রাজীব স্মরণ রাজ্যে

অতিমারির মধ্যে এ বার কোভিড যোদ্ধা হিসেবেই মানুষের পাশে দাঁড়িয়ে রাজীবের মৃত্যুবার্ষিকী পালনের কর্মসূচি নিয়েছিল এআইসিসি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ মে ২০২১ ০৪:২১
Share:

ফাইল চিত্র।

কোভিড পরিস্থিতিতে বিপন্ন মানুষের সহায়তায় ময়দানে নেমে রাজীব গাঁধীর ৩০তম মৃত্যুদিবস পালন করল কংগ্রেস। অতিমারির মধ্যে এ বার কোভিড যোদ্ধা হিসেবেই মানুষের পাশে দাঁড়িয়ে রাজীবের মৃত্যুবার্ষিকী পালনের কর্মসূচি নিয়েছিল এআইসিসি। সেই মোতাবেক শুক্রবার এ রাজ্যেও বিভিন্ন জেলা, ব্লক ও শহরে কংগ্রেসের নেতা-কর্মীরা মাস্ক, স্যানিটাইজ়ার বিতরণ, কোভিড রোগী ও তাঁদের পরিবারের জন্য খাবার, ওযুধ, রক্ত, অক্সিজেন পৌঁছে দেওয়ার কাজ করেছেন। অ্যাম্বুল্যান্স বা হাসপাতালে বেড খুঁজে ভর্তি করে দেওয়ার ক্ষেত্রে অন্যান্য দিনও সহায়তার কাজে নেমেছেন কংগ্রেস কর্মীরা। প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মরণে সে সব কাজই এ দিন করা হয়েছে আরও সার্বিক ভাবে। প্রদেশ কংগ্রেস দফতর বিধান ভবনেও এ দিন স্বল্প লোক নিয়ে আয়োজন হয়েছিল রাজীব স্মরণের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement