Coronavirus

কোভিডে আক্রান্ত কল্যাণের নিরাপত্তারক্ষী, সপরিবার হোম কোয়রান্টিনে সাংসদ

বৃহস্পতিবার সকালে তাঁর এবং পরিবারের অন্য সদস্যদের লালরসের নমুনা সংগ্রহ করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ জুন ২০২০ ১৬:২২
Share:

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র

বাড়ির নিরাপত্তারক্ষীর কোভিড পজিটিভ হওয়ায় আপাতত হোম কোয়রান্টিনে রয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, গত কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন হরিশ চ্যাটার্জি স্ট্রিটে কল্যাণবাবুর বাড়ির এক নিরাপত্তারক্ষী। তাঁর লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। এর পরই তাঁকে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, কল্যাণবাবুর নিরাপত্তারক্ষীর কোভিড ধরা পড়ার পর নিয়ম নেমে সপরিবার হোম কোয়রান্টিনে রয়েছেন সাংসদ। বৃহস্পতিবার সকালে তাঁর এবং পরিবারের অন্য সদস্যদের লালরসের নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, হরিশ চ্যাটার্জি স্ট্রিট-সহ কালীঘাটের কয়েকটি জায়গায় সম্প্রতি বেশ কয়েক জনের মধ্যে সংক্রমণের ঘটনা ঘটেছে। ওই এলাকার অতি ঘন বসতিপূর্ণ এলাকাতেই সংক্রমণ হয়েছে বলে জানা গিয়েছে।

অন্য দিকে, ফুলবাগানে ইএম বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। সুজিতবাবু ডায়াবেটিক হওয়ায় তাঁর উপর বিশেষ নজর রাখছেন চিকিৎসকরা। সূত্রের খবর, চিকিৎসকদের কাছে তিনি শ্বাসকষ্টের কথাও জানিয়েছেন। সেই অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা চলছে তাঁর।

Advertisement

আরও পড়ুন: ট্রাম্প আমেরিকাকে ভাগ করে রাখতে চান, অভিযোগ পেন্টাগনের প্রাক্তন কর্তার

আরও পড়ুন: সংক্রমণে ফের নয়া নজির! ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯৩০৪ জন, মৃত্যু বেড়ে ৬০৭৫

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement