মমতা বন্দ্যোপাধ্যায়।
করোনার সংক্রমণ ঠেকাতে ষাটোর্ধ্ব বিধায়কদের নিউমোনিয়ার টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বিধানসভা অধিবেশন চলাকালীন এক কংগ্রেস বিধায়কের সামান্য কাশি হয়। পরে অধিবেশনের দ্বিতীয়ার্ধে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই প্রসঙ্গ তুলে বলেন, ‘‘মুখ্যমন্ত্রী ষাটোর্ধ্ব বিধায়কদের নিউমোনিয়ার টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন।’’ ওই বিধায়ক বলেন, ‘‘মুখ্যমন্ত্রী যে আমার কথা ভেবেছেন, তার জন্য তাঁকে ধন্যবাদ। তবে আমার সাধারণ কাশি হয়েছিল। অন্য কিছু নয়।’’
বিরোধী দলনেতা আব্দুল মান্নান অবশ্য আগে গরিব সাধারণ মানুষকে সরকারি হাসপাতাল থেকে নিউমোনিয়ার টিকা দেওয়ার দাবি তুলেছেন। তিনি পরে বলেন, ‘‘বিধায়কদের চিকিৎসার অনেক সুযোগ আছে। তাঁরা ভাতা পান। কিন্তু আমাদের নির্বাচিত করে পাঠিয়েছেন সাধারণ মানুষ। সরকারি হাসপাতাল থেকে আগে গরিব সাধারণ মানুষকে ওই টিকা দেওয়া হলে আমরা মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ থাকব।’’
তৃণমূল সূত্রের খবর, দলীয় সাংসদদেরও করোনা-সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায়কে তিনি বলেছেন, লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করে বলে দিতে হবে, জরুরি কারণ ছাড়া সাংসদদের দিল্লি থেকে কলকাতায় না আসাই ভাল। আর তাঁরা কেউ যেন এখন আন্তর্জাতিক উড়ানে না ওঠেন।