Indian National Congress

‘সদ্ভাবনা যাত্রা’র ডাক কংগ্রেসের

প্রদেশ নেতৃত্ব শনিবার সকালে জ়াকারিয়া স্ট্রিটে নাখোদা মসজিদ এলাকা থেকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রামমন্দির পর্যন্ত ‘সদ্ভাবনা যাত্রা’র ডাক দিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৫ ০৮:৩৩
Share:
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

রাজ্যে শান্তি ও সৌভ্রাত্র বজায় রাখার আহ্বান জানিয়ে প্রদেশ কংগ্রেস আজ, শনিবার ‘সদ্ভাবনা যাত্রা’র ডাক দিল। এর সঙ্গেই ইদ এবং রামনবমী যাতে সুষ্ঠু ভাবে পালন করা যায়, সে জন্য আগাম উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুক্রবার চিঠি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।

প্রদেশ নেতৃত্ব শনিবার সকালে জ়াকারিয়া স্ট্রিটে নাখোদা মসজিদ এলাকা থেকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রামমন্দির পর্যন্ত ‘সদ্ভাবনা যাত্রা’র ডাক দিয়েছেন। একই বার্তা নিয়ে মিছিল হবে ব্লক ও জেলা স্তরেও। প্রদেশ সভাপতি শুভঙ্কর এ দিন তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে এক পঙ্‌ক্তিতে বসিয়ে অভিযোগ করেছেন, “আগামী বিধানসভা ভোটের দিকে তাকিয়ে মেরুকরণ ও হিন্দু ভোট এক জোট করার বৃথা চেষ্টা করছে বিজেপি। আর বিজেপি এটা করলে সব সংখ্যালঘু ভোট তৃণমূল পাবে বলে ভাবছে। বিধানসভায় হিন্দু-মুসলমান করা হচ্ছে। অথচ দুই সম্প্রদায়ের সন্তানের হাতেই কাজ নেই।” পাশাপাশি, ইদ ও রামনবমী যাতে নির্বিঘ্নে পালিত হয়, সে জন্য রাজ্যপাল বোস এবং মুখ্যমন্ত্রীর কাছে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন, সমাজমাধ্যমে কড়া নজরদারি, ‘বিশৃঙ্খলাকারী’দের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ারও আর্জি জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন