Dengue Death

কংগ্রেসের প্রতিনিধি দলকে ‘বাধা, হুমকি’

বিট্টু সিংহ নামে ২০ নম্বর ওয়ার্ডের জোড়াবাগানের ওই যুবকের মৃত্যুর কারণ আর জি কর হাসপাতালের তরফে ডেঙ্গি-জ্বর বলা হলেও তা অস্বীকার করে বিষয়টি নিয়ে তদন্ত চেয়ে স্বাস্থ্য ভবনের দ্বারস্থ হওয়ার কথা বলেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ০৪:৫২
Share:

জোড়াবাগানে মৃত যুবকের বাড়ির কাছে কংগ্রেসের প্রতিনিধিদল। —নিজস্ব চিত্র।

খাস কলকাতায় মৃত যুবকের বাড়িতে কংগ্রেসের প্রতিনিধিদল গেলে তাদের ঘিরে ধরে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। শাসক দল অভিযোগ মানেনি। বিট্টু সিংহ নামে ২০ নম্বর ওয়ার্ডের জোড়াবাগানের ওই যুবকের মৃত্যুর কারণ আর জি কর হাসপাতালের তরফে ডেঙ্গি-জ্বর বলা হলেও তা অস্বীকার করে বিষয়টি নিয়ে তদন্ত চেয়ে স্বাস্থ্য ভবনের দ্বারস্থ হওয়ার কথা বলেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

Advertisement

উত্তর কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি রানা রায় চৌধুরী, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়, দলের অন্যতম সম্পাদক সুমন রায় চৌধুরী, তাপস সিংহ, স্বরূপ বসুরা এ দিন জোড়াবাগানে মৃত যুবকের বাড়িতে গিয়েছিলেন। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, সম্ভবত শাসক দলের নিষেধের কারণেই পাড়া-পড়শি ও বিট্টুর পরিবারের লোকজন এই মৃত্যু সম্পর্কে ‘কিছু না জানার’ কথা বলেন। পরে পরিবারের সঙ্গে দেখা করেন তাঁরা। কংগ্রেসের অভিযোগ, তাদের নেতারা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে মত্ত অবস্থায় শাসক দলের লোকজন তাঁদের ঘিরে ধরে চলে যেতে বলেন। তবে তার মধ্যেও মৃতের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। তাঁদের আরও বক্তব্য, কলকাতা শহরে দিনের আলোয় এমন ভীতির পরিবেশ তৈরি হলে গ্রাম-বাংলার কী পরিস্থিতি, সেটা সহজেই অনুমেয়। গোটা ঘটনায় তাঁরা ২০ নম্বর ওয়ার্ডের স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও তাঁদের অনুগামীদের দিকে আঙুল তুলেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement