দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে নেতাজি সুভাষচন্দ্র বসুর উপরে তৈরি বাংলার ট্যাবলো বাতিল করা এবং ‘৭১-এর মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি উদযাপন চলাকালীনই ওই যুদ্ধের শহিদ সৈনিকদের স্মৃতিরক্ষায় প্রজ্জ্বলিত ‘অমর জওয়ান জ্যোতি’ নিভিয়ে স্থানান্তর করে ফেলার কেন্দ্রীয় সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে কলকাতায় পথে নামল কংগ্রেস। প্রজাতন্ত্র দিবসে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের ডাকে বিক্ষোভ হল ভবানীপুরে। বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন প্রাক্তন বিধায়ক অসিত মিত্র, দক্ষিণ কলকাতার কংগ্রেস নেতা স্বপন রায়চৌধুরী, আশুতোষ চট্টোপাধ্যায়, দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্র্দীপ প্রসাদ প্রমুখ। নেতাজি এবং ‘অমর জওয়ান জ্যোতি’র ছবি দেওয়া ব্যাজ পরে বিক্ষোভে শামিল হন তাঁরা।