Congress

Municipal Election: পুরভোট পিছিয়ে দেওয়ার দাবি এ বার কংগ্রেসেরও

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২২ ০৬:৪০
Share:

ফাইল চিত্র।

বিজেপি এবং বামেদের মতো এ বার পুরভোট পিছোনোর দাবিতে সুর মেলাল কংগ্রেসও। দুই বিরোধী পক্ষ বিজেপি ও বামেরা এই দাবিতে রাজ্য নির্বাচন কমিশনকে ইতিমধ্যে চিঠি দিলেও কংগ্রেস এখনও তেমন কোনও পদক্ষেপ করেনি। তবে প্রদেশ কংগ্রেসের নেতা শুভঙ্কর সরকার বৃহস্পতিবার বলেছেন, ‘‘করোনা পরিস্থিতি উদ্বেগজনক। মুখ্যমন্ত্রী বড়দিনের উৎসব করেছিলেন, তাই গঙ্গাসাগর মেলায় এখন ‘না’ বলতে পারছেন না! অন্তত পুরভোটটা স্থগিত রাখা উচিত। একাধিক প্রার্থী ও রাজনৈতিক কর্মী ইতিমধ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন।’’ তাঁর আরও বক্তব্য, ‘‘রাজ্য সরকার এবং কমিশনের ভোট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া উচিত ছিল। আদালতেও তারা স্পষ্ট করে কিছু বলেনি। পুরবোর্ডের মেয়াদ ফুরনোর পরে এত দিন প্রশাসক বসিয়ে চলেছে, আরও কিছু দিন না হয় চলবে!’’

Advertisement

সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী এ দিনও ফের মন্তব্য করেছেন, ‘‘মনে হচ্ছে যেন, করোনা পরিস্থিতিতে সার্কাস চলছে! যার যেখানে জোর, সে সেখানে খাটিয়ে নিচ্ছে। এখানে-ওখানে মেলা, খেলা, উৎসব হচ্ছে। সার্বিক কোনও যুক্তিপূর্ণ দৃষ্টিভঙ্গি সরকারের থাকবে না? এই অবস্থার মধ্যে পুরভোট করে মানুষকে বিপদের মধ্যে ঠেলে দেওয়া হবে?’’ শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা সুখেন্দু শেখর রায়ের অবশ্য পাল্টা প্রশ্ন, ‘‘পুরভোটের বিষয়ে রাজ্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। উত্তরপ্রদেশের মতো বিশাল রাজ্য-সহ এতগুলো রাজ্যে এই আবহে ভোট হচ্ছে কী ভাবে? সেখানে প্রচারে কোনও বিধি মানা হচ্ছে?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement