মামলার মুখে তুষার

বিষ্ণুপুরের দলত্যাগী বিধায়ক তুষার ভট্টাচার্যের পদ খারিজ করা নিয়ে হাইকোর্টে মামলার পথে যেতে পারে কংগ্রেস। বিরোধী দলনেতা আব্দুল মান্নান বুধবার এই ব্যাপারে আইনজীবীদের পরামর্শ নিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৬ ০৩:০৩
Share:

বিষ্ণুপুরের দলত্যাগী বিধায়ক তুষার ভট্টাচার্যের পদ খারিজ করা নিয়ে হাইকোর্টে মামলার পথে যেতে পারে কংগ্রেস। বিরোধী দলনেতা আব্দুল মান্নান বুধবার এই ব্যাপারে আইনজীবীদের পরামর্শ নিয়েছেন। মান্নান বলেন, ‘‘তৃণমূলে যোগ দেওয়ার পরেও বিধায়ক-পদ খারিজ প্রসঙ্গে যে ভাবে তুষারবাবু সময় চেয়ে কালহরণ করছেন, তার জন্যই আইনের পথে যাওয়ার কথা ভাবছি।’’ আগে মান্নানের কারণ দর্শানোর চিঠির জবাবে তুষারবাবু দাবি করেন, তিনি কংগ্রেসেই আছেন! মান্নানের চিঠি পেয়ে স্পিকার ফের চিঠি পাঠান তুষারবাবুকে। বিষ্ণুপুরের বিধায়ক জানান, দু’মাসের মধ্যে জবাব দেবেন। প্রসঙ্গত, বিরোধী দলনেতার আপত্তিতে কর্ণপাত না করে মানস ভুঁইয়াকে পিএসি-র চেয়ারম্যান করায় স্পিকারের বিরুদ্ধেও ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন মান্নান।

Advertisement

বিষয়টি নিয়ে তৃণমূলের তাপস রায় মান্নানের বিরুদ্ধে অধিকার ভঙ্গের নোটিস দিয়েছিলেন। সেই নোটিসের শুনানিতেও এ দিন যাননি মান্নান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement