মমতাকে চিঠি কংগ্রেসের

তিন মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে প্রাপ্তি স্বীকার ছাড়া কোনও জবাব পাননি বিরোধী দলনেতা আব্দুল মান্নান।

Advertisement
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৬ ০৩:৫৭
Share:

তিন মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে প্রাপ্তি স্বীকার ছাড়া কোনও জবাব পাননি বিরোধী দলনেতা আব্দুল মান্নান। কিন্তু তাতে হতোদ্যম না হয়ে মুখ্যমন্ত্রীকে ফের চিঠি দিয়ে মান্নান জানালেন, কংগ্রেস বিধায়করা তাঁর সঙ্গে দেখা করতে চান। মান্নানের কথায়, ‘‘উনি রাজ্যের মুখ্যমন্ত্রী। কংগ্রেস বিধায়করা বিভিন্ন সমস্যা নিয়ে তাঁর সঙ্গে দেখা করতে চান। আশা করি, উনি সময় দেবেন।’’ চিঠিতে মান্নানের আর্জি, তিনি যেন এক পক্ষ কালের মধ্যে কংগ্রেস বিধায়কদের সঙ্গে দেখা করেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সামনে সোমবার বিধানসভা ভবনে কংগ্রেস পরিষদীয় দলের বৈঠক ছিল। সেখানে কংগ্রেস বিধায়করা এলাকার উন্নয়ন নিয়ে প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ তোলেন। নির্বাচিত জন প্রতিনিধিরা কী ভাবে পুলিশি হেনস্থার মুখে পড়ছেন, সে কথাও ওঠে। এর পরেই মান্নান চিঠি লিখে মমতাকে জানান, কংগ্রেস বিধায়করা তাঁর সঙ্গে দেখা করতে চান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement