কংগ্রেসের আইনজীবী-নেতা কৌস্তুভ বাগচী। ফাইল চিত্র।
স্বাধিকার ভঙ্গের নোটিসের জবাবে বিধানসভার সচিবকে চিঠি পাঠালেন কংগ্রেসের আইনজীবী-নেতা কৌস্তুভ বাগচী। টিভি চ্যানেলের শো’য়ে করা কিছু মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব এনেছিলেন সরকারি মুখ্য সচেতক নির্মল ঘোষ। সূত্রের খবর, চিঠিতে কৌস্তুভ লিখেছেন, স্পিকারের আসনের প্রতি তাঁর সর্বোচ্চ সম্মান রয়েছে কিন্তু একই সঙ্গে স্পিকরের কাজকর্মের সমালোচনা করার সাংবিধানিক অধিকারও তাঁর আছে। নানা বিধি উল্লেখ করে সংশ্লিষ্ট মন্তব্যের ডিভিডি বা রেকর্ডিং এবং আরও কিছু নথি বিধানসভার কাছে চেয়েছেন তিনি।