বিকাশ ভবনে ছাত্র পরিষদের ধর্ণা।—নিজস্ব চিত্র।
লাদাখ সীমান্তে নিহত ২০ জন সেনা জওয়ানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সারা দেশে ‘শহিদ সম্মান দিবস’ পালন করল কংগ্রেস। কলকাতায় মেয়ো রোডে গাঁধী মূর্তির সামনে দলের কর্মসূচিতে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, সাংসদ প্রদীপ ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী প্রমুখ। সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমেনবাবু বলেন, ‘‘আমাদের প্রশ্ন, মোদী সরকারের আমলে পুলওয়ামা থেকে গালওয়ানে এত জওয়ান শহিদ হচ্ছেন কেন?’’ অন্য দিকে, উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা বাতিল, অন্তত তিন মাসের স্কুল ফি মকুব ও বিনা পরীক্ষায় সমস্ত কলেজ পড়ুয়াদের উত্তীর্ণ করার দাবিতে শুক্রবারই বিকাশ ভবনের সামনে ধর্না দেয় ছাত্র পরিষদ। সংগঠনের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ জানান, ঘণ্টাদুয়েক ধর্না চলার পরে স্কুলশিক্ষা দফতরের কমিশনার আনন্দ নারায়ণ বিশ্বাস তাঁদের সঙ্গে কথা বলে দাবি বিবেচনার আশ্বাস দেন।