জোট রক্ষার স্বার্থে বিধানসভায় গুরুত্বপূর্ণ পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি)-র চেয়ারম্যান পদ সিপিএমকে ছেড়ে দেওয়া হবে? নাকি কংগ্রেসই এই পদটি স্পিকারের কাছে দাবি করবে? এ নিয়ে ধন্দে কংগ্রেস পরিষদীয় দল। বিরোধী দলনেতা আব্দুল মান্নান দিল্লি যাচ্ছেন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলতে। অন্য দিকে, কংগ্রেসের উপরে চাপ বাড়াতে বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী শনিবারই জানিয়েছেন, মান্নান দিল্লি থেকে ফিরলেই তিনি পিএসি চেয়ারম্যান পদ নিয়ে কথা বলবেন।
পিএসি চেয়ারম্যান কে হবেন, তা ঠিক করেন স্পিকার। বামফ্রন্টের আমলে প্রধান বিরোধী দল থেকেই পিএসি চেয়ারম্যান হতেন। এই সূত্রে সুব্রত মুখোপাধ্যায় দীর্ঘদিন সেই পদে ছিলেন। মান্নান বিরোধী দলনেতা হওয়ায় এই পদের অন্যতম দাবিদার এখন বর্ষীয়ান বিধায়ক মানস ভুঁইয়া। এক সময়ে তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য ছিলেন। কিন্তু যে ভাবে কংগ্রেস ও বাম পরিষদীয় দল একসঙ্গে কক্ষ সমন্বয় করে চলছে, তাতে জোটের স্বার্থে প্রয়োজনে এই পদটি সিপিএমকে দেওয়া হতে পারে।
গত বিধানসভায় বামেদের তুলনায় কংগ্রেসের আসন সংখ্যা কম হলেও দীর্ঘদিনের কংগ্রেস বিধায়ক জ্ঞান সিংহ সোহন পাল (চাচা)-কে এই পদ দেওয়া হয়েছিল। ঘটনাটি ব্যতিক্রমী হলেও সিপিএম জোটের কথা বলে এখন এই উদাহরণ টেনে আনছে। তাঁরা কি কংগ্রেসের কাছে
পিএসি চেয়ারম্যান পদ দাবি করবেন? জবাবে সুজনবাবু বলেন, ‘‘কংগ্রেসের সঙ্গে জোট করে লড়েছি। মান্নান দিল্লি থেকে ফিরলে কথা বলব।’’ এই পরিস্থিতিতে মান্নান বলেন, ‘‘সিপিএমের সঙ্গে আমরা জোট করে লড়েছি এ কথা ঠিক। আবার বিধায়ক সংখ্যার হিসাবে কংগ্রেস প্রধান বিরোধী দলের মর্যাদা পেয়েছে। পিএসি চেয়ারম্যান পদ কংগ্রেস নিজের কাছেই রাখবে, নাকি সিপিএমকে ছেড়ে দেবে, তা নিয়ে দিল্লির সিদ্ধান্তই চূড়ান্ত।’’