ওয়েনাড়ে প্রিয়ঙ্কা গান্ধী বঢরার জয় উদযাপন বাংলার প্রদেশ কংগ্রেসের। কলকাতায় বিধান ভবনে । —নিজস্ব চিত্র।
বামেদের হাত ছেড়ে একক ভাবে শক্তি পরীক্ষায় নেমে বাংলায় ছ’টি বিধানসভা কেন্দ্রের মধ্যে পাঁচটিতে তারা চতুর্থ। মাদারিহাটে নির্দল প্রার্থীরও পিছনে থেকে পঞ্চম। তার পরেও উপনির্বাচনের ফল ঘোষণার সন্ধ্যায় প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে দেখা গেল উচ্ছ্বাসের ছবি! সুদূর কেরলের ওয়েনাড় লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রিয়ঙ্কা গান্ধী বঢরার জয় উদযাপন করলেন বাংলার কংগ্রেস নেতৃত্ব। বিধান ভবনে প্রিয়ঙ্কার ছবিতে আবির দিতে দেখা গেল প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার-সহ অন্যদের। এর আগে কালীঘাটে পুজো দিয়ে ওয়েনাড়ে প্রিয়ঙ্কার কাছে ফুল-প্রসাদ পাঠিয়েছিলেন প্রদেশ সভাপতি।
এই সূত্রেই কংগ্রেসের অন্দরে একাংশের বক্তব্য, কালীঘাটের ‘আশীর্বাদে’ ওয়েনাড়ে প্রিয়ঙ্কা গত লোকসভা ভোটে রাহুল গান্ধীর থেকে বেশি ভোট জিতেছেন। কিন্তু তাতে বাংলায় দলের প্রার্থীরা ‘কৃপালাভে’ বঞ্চিত হলেন! কারও কারও প্রশ্ন, ‘ইন্ডিয়া’ মঞ্চের শরিক তৃণমূল কংগ্রেসের সাফল্যও কি কংগ্রেসের বিজয়োৎসবের কারণ? প্রদেশ সভাপতি শুভঙ্কর অবশ্য শনিবার বলেছেন, ‘‘উল্লেখযোগ্য ভাবে ২০২১ সালের বিধানসভা এবং গত লোকসভা নির্বাচনের তুলনায় কোচবিহারের সিতাই কেন্দ্রে কংগ্রেসের ভোট প্রচুর পরিমাণে বেড়েছে। অন্য কেন্দ্রগুলিতেও আমরা দীর্ঘ সময়ের পরে নিজেদের প্রতীক ও পতাকাকে মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি।’’ তবে কংগ্রেস এবং বামফ্রন্টের একাংশের মতে, সিতাইয়ে সিপিএমের বড় অংশের সমর্থন বাম শরিক ফরওয়ার্ড ব্লকের বদলে কংগ্রেসের দিকে গিয়েছে। সেই কারণেই একমাত্র ওই আসনে কংগ্রেসের ভোট বেড়েছে।