Congress

নিজাম প্যালেস চত্বরে বিক্ষোভ কংগ্রেসের

বিক্ষোভকারীরা যাতে ভিতরে ঢুকে সমস্যা না তৈরি করতে পারেন, তার জন্য পুলিশি ব্যবস্থা ছিল সেখানে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ জুন ২০২২ ০৮:০৬
Share:

নিজাম প্যালেসের সামনে কংগ্রেসের বিক্ষোভ নিজস্ব চিত্র।

সনিয়া ও রাহুল গান্ধীকে দেশের মানুষের কাছে খাটো করার ‘চক্রান্ত’ করছে কেন্দ্রের বিজেপি সরকার, এই অভিযোগে এ বার নিজাম প্যালেসের সামনে বিক্ষোভ দেখাল কংগ্রেস। বিভিন্ন রাজ্যেই কেন্দ্রীয় সরকারি দফতরের বাইরে প্রতিবাদের কর্মসূচি নেওয়ার ডাক দিয়েছে এআইসিসি। সেই নির্দেশ মেনেই কলকাতায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতর যেখানে আছে, সেই নিজাম প্যালেসে বিক্ষোভের আয়োজন করেছিল দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস। বিক্ষোভকারীরা যাতে ভিতরে ঢুকে সমস্যা না তৈরি করতে পারেন, তার জন্য পুলিশি ব্যবস্থা ছিল সেখানে। বিক্ষোভ-অবস্থানে ছিলেন শুভঙ্কর সরকার, আশুতোষ চট্টোপাধ্যায়, প্রদীপ প্রসাদ, ইন্দ্ররাজ চট্টোপাধ্যায়, জাহিদ হোসেনেরা। কংগ্রেস নেতাদের বক্তব্য, স্বাধীনতা সংগ্রামে বড় হাতিয়ার ছিল ন্যাশনাল হেরাল্ড, মানুষকে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করতো এই পত্রিকা। নরেন্দ্র মোদী-অমিত শাহদের দৌলতে সেই পত্রিকাও এখন রাজনীতির শিকার বলে তাঁদের অভিযোগ। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্যের পাল্টা বক্তব্য, ‘‘কংগ্রেস নেতারা যদি অন্যায় না করে থাকেন, তা হলে তদন্ত হতে দিন। কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে বিক্ষোভ করে চাপসৃষ্টির অভিযোগ তো তৃণমূলের বিরুদ্ধে অধীর চৌধুরী করতেন! এখন নিজেরাই সেই কাজ করছেন?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement