ফাইল চিত্র।
মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার দিনেই একাদশ শ্রেণিতে ভর্তি কবে কী ভাবে হবে, তার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু অভিযোগ, একাদশ শ্রেণি থেকে যারা দ্বাদশ শ্রেণিতে উঠেছে, তাদেরই ভর্তি প্রক্রিয়া এখনও শুরু হয়নি। এমনকি একাদশ থেকে দ্বাদশে ওঠার মার্কশিটও মেলেনি। দ্বাদশ শ্রেণিতে যে-সব বই সরকার থেকে দেওয়া হয়, সেগুলিও পৌঁছয়নি পড়ুয়াদের হাতে।
করোনা আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাসখানেক আগে জানিয়েছিলেন, একাদশ শ্রেণির সকলকে পাশ করিয়ে দ্বাদশে তুলে দেওয়া হচ্ছে। বুধবার মাধ্যমিক উত্তীর্ণদের একাদশে ভর্তির প্রক্রিয়া নিয়ে শিক্ষামন্ত্রী নির্দেশ দেওয়ার পরে অনেক পড়ুয়ার প্রশ্ন, মুখ্যমন্ত্রীর কথামতো তারা তো একাদশ থেকে দ্বাদশে উঠে গিয়েছে। কিন্তু তাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে কবে?
পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নবকুমার কর্মকার বলেন, ‘‘একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে ওঠার একটি ভর্তি প্রক্রিয়া থাকে। সেটা না-হওয়ায় ছাত্রছাত্রীদের এমন উদ্বেগ স্বাভাবিক। আমরা চাই, রাজ্যের শিক্ষা দফতর থেকে যত দ্রুত সম্ভব, নির্দেশিকা দেওয়া হোক।’’
অনেক পড়ুয়ার প্রশ্ন, তারা একাদশ থেকে দ্বাদশে উঠেছে বলে জানানো হয়েছে, কিন্তু দ্বাদশ শ্রেণিতে ওঠার মার্কশিট কবে পাওয়া যাবে? তারাও তো করোনা আবহে সব পরীক্ষা দিতে পারেনি। কলেজিয়াম অব অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসেসের সম্পাদক সৌদীপ্ত দাস বলেন, ‘‘যে-সব বিষয়ের পরীক্ষা নেওয়া যায়নি, কী পদ্ধতিতে সেগুলির নম্বর দিয়ে মার্কশিটে তোলা হবে, দ্বাদশ শ্রেণিতে ওঠা পড়ুয়ারা সেটাও জানতে পারেনি।’’ সৌদীপ্তবাবুর মতে, একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে ওঠার মার্কশিটও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে বিভিন্ন পাঠ্যক্রমে ভর্তির পরীক্ষায় এই মার্কশিট কাজে লাগে।
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া ১ অগস্ট শুরু হচ্ছে এবং ৩১ অগস্টের মধ্যে তা শেষ হবে। মধ্যশিক্ষা পর্ষদ বৃহস্পতিবার এই বিষয়ে একটি নির্দেশিকাও দিয়েছে। তবে দমদম সুভাষনগর হাইস্কুলের শিক্ষক সইদুল ইসলাম বলেন, ‘‘১ অগস্ট, শনিবার ইদুজ্জোহা উৎসব আছে। ২ অগস্ট, রবিবার ছুটি। তাই একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া ৩ অগস্ট শুরু হলেই ভাল হত।’’
উচ্চমাধ্যমিকের ফলাফল সম্পর্কিত যাবতীয় আপডেট পেতে রেজিস্টার করুন এখানে