Rape Threats

প্রতিবাদী মহিলাকে ধর্ষণের হুমকি, অভিযোগ দিনহাটায়

আর জি কর-কাণ্ডের প্রতিবাদে কোচবিহারের দিনহাটায় আন্দোলনকারী এক মহিলাকে সমাজ মাধ্যমে ‘মেসেজ’ পাঠিয়ে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে আঙুল উঠল তৃণমূলের দিকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৩১
Share:

—প্রতীকী চিত্র।

আর জি কর-কাণ্ডের প্রতিবাদে কোচবিহারের দিনহাটায় আন্দোলনকারী এক মহিলাকে সমাজ মাধ্যমে ‘মেসেজ’ পাঠিয়ে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে আঙুল উঠল তৃণমূলের দিকে। আরও অভিযোগ, শনিবার সন্ধ্যায় ওই মহিলা কয়েক জনকে নিয়ে দিনহাটা থানায় লিখিত অভিযোগ জানাতে গেলে, তাঁদের সঙ্গে থাকা এক যুবককে মারধরও করা হয়। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব। মহিলা থানায় অভিযোগ জানান। তবে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেননি। দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক বলেন, ‘‘ধর্ষণের হুমকির অভিযোগ হয়েছে। মারধরের ঘটনাটা
শুনেছি। খতিয়ে দেখা হচ্ছে।’’

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মারধরে আহত আজিজুল হক নামে ওই যুবক দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বলেন, ‘‘কলকাতার হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদ চলছে। দিনহাটাতেও মহিলা, সাধারণ মানুষ বিচারের দাবিতে পথে নেমেছেন। আমিও তাতে শামিল হয়েছি।’’ তাঁর দাবি, প্রতিবাদে শামিল অনেককেই বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হচ্ছে। আজিজুলের অভিযোগ, ‘‘আন্দোলনকারী এক মহিলাকে মেসেঞ্জারে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। তিনি দিনহাটা থানায় অভিযোগ জানাতে এসেছিলেন। সঙ্গে আমরাও কয়েক জন ছিলাম। পুলিশ ওই মহিলার আধার কার্ডের প্রতিলিপি অভিযোগপত্রের সঙ্গে জমা দিতে বলে। আমি তাঁর আধার কার্ড নিয়ে থানা থেকে বেরিয়ে ফটোকপি করতে গিয়েছিলাম। তখন মোটরবাইকে চেপে এসে তৃণমূল-আশ্রিত সাত-আট জন দুষ্কৃতী আমাকে মারধর করে।’’

এ প্রসঙ্গে এলাকার তৃণমূল নেতা বিশু ধরের দাবি, ‘‘এমন কোনও ঘটনার কথা আমার জানা নেই। আর জি করের ঘটনা নিয়ে বিভিন্ন সংগঠন আন্দোলন করছে। তার মধ্যে দিনহাটার পরিবেশ অশান্ত করার চেষ্টা চলছে। ওই ঘটনার সঙ্গে আমাদের দলের কেউ যুক্ত নয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement