News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে পাঁচ

ভারত সফরে আসছেন শেখ হাসিনা। অভিষেকের মামলার শুনানি সুপ্রিম কোর্টে। শিক্ষক দিবসে শিক্ষারত্ন প্রদান মমতার। কে হবেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২২ ০৭:৩২
Share:

ফাইল চিত্র।

ভারত সফরে আসছেন হাসিনা

Advertisement

আজ, সোমবার ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বৈঠক রয়েছে। দ্বিপাক্ষিক বিষয়ে বৈঠক করবেন দু'দেশের রাষ্ট্র নেতারা। হাসিনার সফর সংক্রান্ত বিভিন্ন খবরের দিকে নজর থাকবে।

সুপ্রিম কোর্টে অভিষেক মামলা

Advertisement

আজ সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রীর মামলার শুনানি রয়েছে। এর আগে শীর্ষ আদালতের অন্তর্বর্তী নির্দেশ মতো অভিষেককে কলকাতায় জিজ্ঞাসাবাদ করেছে ইডি। এমনকি, তাঁর রক্ষাকবচও বজায় থেকেছে। আজ সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয় তা দেখার।

শিক্ষক দিবসের অনুষ্ঠানে মমতা

আজ শিক্ষক দিবসের অনুষ্ঠানে শিক্ষারত্ন দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৪টে নাগাদ কলকাতার মিলন মেলায় এই অনুষ্ঠানটি হবে।

ব্রিটেনে প্রধানমন্ত্রী নির্বাচনের ফল ঘোষণা

প্রায় তিন মাসের প্রতীক্ষার অবসান। আজ ফল ঘোষণা হবে ব্রিটেনে প্রধানমন্ত্রী নির্বাচনের। কে হবেন বরিস জনসনের উত্তরসূরি সে দিকে নজর থাকবে।

পাকিস্তানের কাছে হারের প্রতিক্রিয়া, পর্যালোচনা

এশিয়া কাপে রবিবার পাকিস্তানের কাছে পরাজিত হয়েছে ভারত। সুপার ফোরের ম্যাচে বাবর আজমদের কাছে হেরে যান রোহিত শর্মারা। ভারতের এই পরাজয়ের পর্যালোচনা এবং প্রতিক্রিয়ার দিকে আজ নজর থাকবে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

কোহলীর প্রত্যাবর্তন নিয়ে প্রতিক্রিয়া

সফল বিরাট কোহলী। এশিয়া কাপে রবিবার পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি ফর্ম্যাটে তাঁর ৩২তম অর্ধশতরান দেখে এমনটাই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। পর পর তিনটে ম্যাচে বিরাটের রান দেখে অনেকে বলছেন, প্রত্যাবর্তন হয়েছে পুরনো কোহলীর। এ নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়ার দিকে নজর থাকবে।

ইউএস ওপেন

চলছে ইউএস ওপেন। ভারতীয় সময় রাত সাড়ে ৮টা নাগাদ খেলাটি শুরু হবে। নজর থাকবে ওই খেলার দিকে।

ডুরান্ড কাপ

আজ ডুরান্ড কাপে রাজস্থান ইউনাইটেড ও ইন্ডিয়ান নেভির খেলা রয়েছে। বিকেল ৩টে নাগাদ কিশোর ভারতী স্টেডিয়ামে খেলাটি শুরু হবে।

সাইরাস মিস্ত্রির মৃত্যু পরবর্তী খবরাখবর

রবিবার গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ব্যবসায়ী সাইরাস মিস্ত্রির। তাঁর মৃত্যুতে শোকাহত বিভিন্ন মহল। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাইরাসের মৃত্যুর পরবর্তী খবরাখবরের দিকে নজর থাকবে।

আবহাওয়া কেমন?

ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বজায় থাকবে গরমের অস্বস্তি। আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement