ফাইল চিত্র।
নব মহাকরণে হবে হাই কোর্টের কাজ, অনুমতিপত্র দেবেন মুখ্যমন্ত্রী
বিচারপতির সংখ্যা বাড়ছে কলকাতা হাই কোর্টে। ফলে অতিরিক্ত জায়গার প্রয়োজন। তাই কোর্টের কাজের জন্য নব মহাকরণ দিচ্ছে রাজ্য। আজ, বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নব মহাকরণে যেতে পারেন অনুমতিপত্র দেওয়ার জন্য। জানা গিয়েছে, হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের হাতে সেই অনুমতিপত্র তুলে দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর।
মহিলা তৃণমূলের কেন্দ্রবিরোধী মিছিল
আজ কলকাতায় মহিলা তৃণমূলের কেন্দ্রবিরোধী মিছিল রয়েছে। শাসকদল জানিয়েছে, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ এবং সিবিআই, ইডির নিরপেক্ষতার দাবি তুলে মহিলা বিগ্রেডের এই মিছিল।
ইডি দফতরে পুলিশকর্তা সেলভা মুরুগান
পালা করে পর পর আট দিন রাজ্যের আট পুলিশকর্তাকে দিল্লিতে তলব করেছে ইডি। আজ রাজ্যের পুলিশকর্তা সেলভা মুরুগানের ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা। তিনি সেখানে যান কি না, সে দিকে নজর থাকবে।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
ডুরান্ড ম্যাচ
আজ ডুরান্ডে ইমামি ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে। সন্ধ্যা ৬টা নাগাদ যুবভারতীতে ওই খেলাটি শুরু হওয়ার কথা।
আবহাওয়া কেমন
আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। তবে মাঝেমধ্যে কড়া রোদের উঁকি থাকবে। কলকাতায় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। হালকা বৃষ্টি হবে কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলিতে। মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায়। উত্তরবঙ্গের জেলাগুলিতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কী করেন পার্থ, অনুব্রত
আগে থেকেই জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বুধবার জেল হেফাজত হয়েছে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। জেলেই তাঁদের জিজ্ঞাসাবাদ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই সংক্রান্ত বিভিন্ন খবরের দিকে আজ নজর থাকবে।