News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৮

পার্থ, কল্যাণময়, শান্তিপ্রসাদ, সুবীরেশ-সহ ১৩ জনকে আদালতে হাজির করাবে সিবিআই। নিশীথের উপর হামলা নিয়ে জনস্বার্থ মামলার শুনানি। উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় দিনের পরীক্ষা। মহিলাদের আইপিএলে গুজরাত-দিল্লি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৩ ০৬:২৯
Share:

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ ১৩ জন আধিকারিককে বৃহস্পতিবার আদালতে হাজির করানো হবে। ফাইল ছবি।

পার্থ, কল্যাণময়, শান্তিপ্রসাদ, সুবীরেশ-সহ ১৩ জনকে আদালতে হাজির করাবে সিবিআই

Advertisement

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ শিক্ষা দফতরের ১৩ জন আধিকারিককে গ্রেফতার করেছিল সিবিআই। এখন তাঁরা জেল হেফাজতে রয়েছেন। আজ, বৃহস্পতিবার তাঁদের আদালতে হাজির করানো হবে। আদালতের পরবর্তী নির্দেশের দিকে নজর থাকবে।

নিশীথের উপর হামলা নিয়ে জনস্বার্থ মামলার শুনানি

Advertisement

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলা নিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ এই মামলাটির শুনানি রয়েছে উচ্চ আদালতে। নজর থাকবে এই খবরের দিকে।

উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় দিনের পরীক্ষা

আজ উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় দিনের পরীক্ষা। কড়া নজরদারিতে প্রথম দিনের পরীক্ষা নেওয়া হয়েছে। আজ নজর থাকবে এই পরীক্ষা সংক্রান্ত খবরের দিকে।

ভাঙড়ে তৃণমূলের মৌনী মিছিল

আজ ভাঙড়ে তৃণমূলের মৌনী মিছিল রয়েছে। দুপুর নাগাদ এই মিছিলটি হওয়ার কথা। নজর থাকবে এই দিকে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

সংসদে বাজেট অধিবেশন

সোমবার থেকে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। বাজেট নিয়ে আলোচনা ছাড়াও নানা বিষয়ে শাসক এবং বিরোধীদের তরজায় উত্তাল হয়ে উঠেছে সংসদ। এই অবস্থায় আজ অধিবেশনের দিকে নজর থাকবে।

রাজ্যে অ্যাডিনোভাইরাস সংক্রমণের পরিস্থিতি

অ্যাডিনোভাইরাসের সংক্রমণে রাজ্যের বিভিন্ন হাসপাতালে একের পর এক শিশুমৃত্যুর ঘটনা ঘটছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকেরা। অ্যাডিনোভাইরাস প্রতিরোধে রাজ্য সরকার নির্দেশিকা প্রকাশ করেছে। অন্য দিকে, এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই অবস্থায় আজ রাজ্যে অ্যাডিনোভাইরাস সংক্রমণের পরিস্থিতির দিকে নজর থাকবে।

রাজ্যে ঝড়বৃষ্টি হল কি না এবং পূর্বাভাস কী?

গরমের শুরুতেই রাজ্যে বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে কালবৈশাখীর দাপটও দেখা যেতে পারে। এই অবস্থায় আজ আবহাওয়া সংক্রান্ত আরও খবরের দিকে নজর থাকবে।

মহিলাদের আইপিএল: গুজরাত-দিল্লি

আজ মহিলাদের আইপিএলে গুজরাত বনাম দিল্লির খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে এই খেলাটি শুরু হবে। নজর থাকবে এই খেলার দিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement