রাজ্যপাল জগদীপ ধনখড় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।—ফাইল চিত্র।
বিধানসভায় ‘সংবিধান মেনে’ রাজ্য সরকারের তৈরি করা ভাষণ পড়ে দিয়েছিলেন। আবার বিধানসভার দু’টি বিল আটকে রয়েছে তাঁর কাছে। তাঁকে না জানিয়ে সমাবর্তন আয়োজন করায় কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শো-কজের চিঠিও ধরিয়েছেন রাজ্যরাল জগদীপ ধনখড়। এমন টানাপড়েনের আবহেই আজ, সোমবার রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এখনও পর্যন্ত ঠিক আছে, একাই রাজভবনে যাবেন মুখ্যমন্ত্রী। মাঝেমধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে চা খাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন রাজ্যপাল ধনখড়। কলকাতা বিমানবন্দরে রবিবার উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডুকে অভ্যর্থনা জানাতে গিয়েছিলেন রাজ্যপাল। রাজ্যের তরফে সেখানে উপস্থিত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে তাঁর দেখা হয়।