বাংলার লোগো চান মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গের পৃথক লোগো তৈরির ব্যাপারে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ছত্তীসগঢ়, গোয়া, হরিয়ানা, হিমাচল প্রদেশ, বিহার, মহারাষ্ট্র, মণিপুর, তামিলনাড়ু-সহ বিভিন্ন রাজ্যের নিজস্ব পরিচয়জ্ঞাপক লোগো আছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ০২:৫৫
Share:

পশ্চিমবঙ্গের পৃথক লোগো তৈরির ব্যাপারে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ছত্তীসগঢ়, গোয়া, হরিয়ানা, হিমাচল প্রদেশ, বিহার, মহারাষ্ট্র, মণিপুর, তামিলনাড়ু-সহ বিভিন্ন রাজ্যের নিজস্ব পরিচয়জ্ঞাপক লোগো আছে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেবল কন্যাশ্রী, বিশ্ব বাংলা, উৎকর্ষ বাংলা প্রভৃতি সরকারি প্রকল্পের লোগো রয়েছে। তবে সামগ্রিক ভাবে রাজ্যের লোগো নেই। শুক্রবার বিধানসভায় মমতা বলেন, ‘‘আমাদের অনেক প্রকল্পের লোগো আছে। উৎকর্ষ বাংলার লোগো আমিই তৈরি করেছি। এ বার রাজ্যের লোগো বা তৈরিরও কাজ শুরু হয়েছে। শেষ হলে তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement