Rabindra Jayanti

কোভিড বিধি মেনে রবীন্দ্র জয়ন্তী পালন করলেন মুখ্যমন্ত্রী মমতা

অতিমারির কথা মাথায় রেখেই এ দিন খুব কম লোক হাজির ছিলেন সেখানে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মে ২০২১ ২২:০০
Share:
রবীন্দ্র জয়ন্তীতে কবিগুরুকে শ্রদ্ধাজ্ঞাপন করছেন মুখ্যমন্ত্রী। ছবি: ফেসবুক।

রবীন্দ্র জয়ন্তীতে কবিগুরুকে শ্রদ্ধাজ্ঞাপন করছেন মুখ্যমন্ত্রী। ছবি: ফেসবুক।

কোভিড বিধি মেনে রবীন্দ্র জয়ন্তী পালন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বিকেলে রবীন্দ্র সদন সংলগ্ন ক্যাথিড্রাল রোডে একটি অনুষ্ঠান করেন তিনি। সেখানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং গায়ক ইন্দ্রনীল সেন।

Advertisement

মুখ্যমন্ত্রীর সংক্ষিপ্ত বক্তৃতার পর ইন্দ্রনীল সেন গান গেয়ে অনুষ্ঠান শুরু করেন। অতিমারির কথা মাথায় রেখেই এ দিন খুব কম লোক হাজির ছিলেন সেখানে। তবে ভার্চুয়াল মাধ্যমেও নচিকেতা চক্রবর্তী-সহ অনেকেই এই অনুষ্ঠানে যোগদান করেছিলেন।

ইন্দ্রনীলের পর নচিকেতা যেমন ভার্চুয়াল মাধ্যমেই গান গেয়ে শোনান। তবে মুখ্যমন্ত্রী খুব বেশি সময় অনুষ্ঠানে ছিলেন না। ই্ন্দ্রনীলের গান শুনেই তিনি বেরিয়ে যান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement