কলকাতা বিশ্ববিদ্যালয়ে টিএমসিপি-র দুই গোষ্ঠীর বিরোধ মেটাতে বিবদমান গোষ্ঠীর নেতাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার বিশ্ববিদ্যালয়ের আলিপুর ক্যাম্পাসে এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠানের আগে ক্যাম্পাসের একটি ঘরে টিএমসিপি-র দুই গোষ্ঠীর দুই নেতা মণিশঙ্কর মণ্ডল এবং আব্দুল কাইয়ুম মোল্লা-সহ বেশ কয়েক জনকে নিয়ে বৈঠকে বসেন মন্ত্রী। টিএমসিপি সূত্রের খবর, নিজেদের মধ্যে ঝগড়া ভুলে একসঙ্গে থাকার পরামর্শ দিয়েছেন পার্থবাবু। সাম্প্রদায়িক শক্তিকে আটকানোর জন্য একসঙ্গে কাজ করার বার্তা দেন। পরে সভায় মন্ত্রী বলেন, ‘‘মণিশঙ্কর আর কাইয়ুমের চার চোখ এবং চার হাত এক করতেই এসেছি।’’ অনুষ্ঠানের পরে পার্থবাবু জানান, সব মিটে গিয়েছে। যদিও মণিশঙ্কর বলেন, ‘‘ওঁর (কাইয়ুম) দৃষ্টিভঙ্গি আর আমার দৃষ্টিভঙ্গি এক নয়। তাই এক হতে পারি না।’’ আর কাইয়ুমের সংক্ষিপ্ত মন্তব্য, ‘‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গি মেনে চলি।’’ ফলে রুদ্ধদ্বার বৈঠকে দ্বৈরথ কতটা মিটল, তা পরিষ্কার নয়।