Calcutta High Court

মণীশ-খুনে সুবোধ-যোগ নিয়ে হাই কোর্টের দ্বারস্থ সিআইডি

২০২০ সালের ৪ অক্টোবর রাতে টিটাগড় থানা থেকে সামান্য দূরে গুলি করে খুন করা হয় বিজেপি নেতা মণীশকে। ওই ঘটনায় সিআইডি-র তরফে ১০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হলেও তাতে অভিযুক্তের তালিকায় সরাসরি নাম ছিল না সুবোধের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৪ ০৭:৪১
Share:

কলকাতা হাই কোর্ট। —ফাইল চিত্র।

ব্যারাকপুরের বিজেপি নেতা মণীশ শুক্লকে খুনের মামলার বিচারপর্ব থেকে বিহারের কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিংহকে রেহাই দিয়েছিল ব্যারাকপুর দ্বিতীয় অতিরিক্ত জেলা বিচারকের আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে রিভিশন পিটিশন দায়ের করল সিআইডি। আগামী শুক্রবার ওই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

Advertisement

২০২০ সালের ৪ অক্টোবর রাতে টিটাগড় থানা থেকে সামান্য দূরে গুলি করে খুন করা হয় বিজেপি নেতা মণীশকে। ওই ঘটনায় সিআইডি-র তরফে ১০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হলেও তাতে অভিযুক্তের তালিকায় সরাসরি নাম ছিল না সুবোধের। সিআইডি সূত্রের খবর, চার্জশিটে দাবি করা হয়েছিল, বিহারের জেলে বসেই সুবোধ ওই ভাড়াটে খুনিদের পাঠিয়েছিল মণীশকে খুন করতে। সিআইডি-র অভিযুক্তদের তালিকায়, চার্জশিটে তার নাম না থাকার কথা উল্লেখ করে গত বছর ব্যারাকপুর আদালতে চার্জ গঠন থেকে নিজের নাম বাদ দেওয়ার আবেদন করে সুবোধ। একই যুক্তিতে মামলা থেকেও অব্যাহতি পায় সে। সিআইডি সূত্রের খবর, গত মাসে সুবোধকে পটনার বেউর জেল থেকে ডাকাতির মামলায় এ রাজ্যে নিয়ে আসা হয়েছে। সেখানেই জেরার মুখে মণীশ-হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে সে। উল্লেখ্য, আগামী মাসে ওই মামলার চার্জ গঠনের দিন রয়েছে। সিআইডি চাইছে, ওই দিন সুবোধের বিরুদ্ধেও চার্জ গঠন করতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement