Chit fund

আমানতকারীদের বিক্ষোভ

শেক্সপিয়র সরণিতে সাহারা সংস্থার দফতরে বুধবার আমানতকারীদের নিয়ে টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ করেন কংগ্রেসের এক দল নেতা-কর্মীও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মে ২০২২ ০১:২৩
Share:
আমানতকারীদের নিয়ে বিক্ষোভ

আমানতকারীদের নিয়ে বিক্ষোভ নিজস্ব চিত্র।

ভুঁইফোড় অর্থলগ্নি সংস্থায় হারানো টাকা ফেরতের দাবিতে ফের বিক্ষোভে নামলেন আমানতকারীরা। শেক্সপিয়র সরণিতে সাহারা সংস্থার দফতরে বুধবার আমানতকারীদের নিয়ে টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ করেন কংগ্রেসের এক দল নেতা-কর্মীও। তাঁদের নেতৃত্বে ছিলেন পার্শসারথি ভৌমিক, মিতা চক্রবর্তীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, ওই সংস্থা সাধারণ মানুষের কষ্টার্জিত পয়সা নিয়ে, রাজ্য সরকারের মদতে নিজেদের ব্যবসা ফুলিয়ে ফাঁপিয়ে চলেছে। আমানতকারীদের প্রতারণা করা হচ্ছে। কিছু ক্ষণ শেক্সপিয়র সরণি অবরোধও করেন তাঁরা। কংগ্রেস নেতা-কর্মী ও আমানতকারী মিলিয়ে প্রায় ১০০ জনকে গ্রেফতার করে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement