সুপ্রিম কোর্টের রায় স্বাগত: মমতা

জাত-ধর্ম-ভাষার ধুয়ো তুলে ভোট চাওয়া যাবে না বলে সোমবার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের এই রায়কে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৭ ০২:৪৮
Share:

জাত-ধর্ম-ভাষার ধুয়ো তুলে ভোট চাওয়া যাবে না বলে সোমবার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের এই রায়কে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মেদিনীপুর শহরে জঙ্গলমহল কাপ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং জঙ্গলমহল উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী বলেন, “ধর্ম মানে রাজনীতি নয়, ধর্ম মানে মানবিকতা। ধর্ম মানে শুধু ভোটপ্রচার, দাঙ্গা লাগানো আর সঙ্কীর্ণতা নয়। সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে বলছি, ধর্ম মানে ভালবাসা। ধর্ম মানে মানবিকতা।’’ মমতার মতে, নিজের ধর্মকে ভালবাসতে হবে। অন্যের ধর্মকে সম্মান জানাতে হবে। তাই প্রকৃত ধর্ম।

Advertisement

নির্বাচনের জন্য রাজনীতি করা তাঁর পছন্দ নয় জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন, ‘‘যদি কেউ সাম্প্রদায়িক রাজনীতি করার চেষ্টা করে তা হলে পশ্চিমবঙ্গ সরকার জোরকদমে তাদের বিরুদ্ধে যে কোনও ব্যবস্থা নেবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement