অনুষ্ঠান মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়। — নিজস্ব চিত্র।
মমতা বলেন, ‘‘বাংলার কৃতীদের সম্মানিত করতে পেরে আমরা গর্বিত। বিজ্ঞানী বিকাশ সিংহকে পেয়ে গর্বিত। মনোরঞ্জন ব্যাপারী এক সময় রান্নার কাজ করতেন। সৃজিৎ, দেব, ইন্দ্রাণী হালদার আমাদের গর্ব। কৌশিকী চক্রবর্তীর গান খুব মিষ্টি। ’’
মঞ্চে সঙ্গীতশিল্পী অভিজিৎ বলেন, ‘‘দিদি আমাদের টেনে এনেছেন। আপনাকে অনেক ধন্যবাদ।’’
সম্মাননা পাওয়ার পর গান গেয়ে মঞ্চ মাতালেন কুমার শানু। দর্শকদের অনুরোধে একের পর এক গান করেন তিনি।
সম্মাননার চেক লিভার ফাউন্ডেশনকে দান করবেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। জানালেন তাঁর মা নির্মলা বন্দ্যোপাধ্যায়।
নুসরত এবং সোহম চক্রবর্তীকে ‘মহানায়ক’ সম্মাননা প্রদান করলেন মুখ্যমন্ত্রী
অভিনেত্রী তথা বিধায়ক জুন মালিয়া এবং টিভি সিরিয়ালের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়কে বঙ্গভূষণ সম্মাননা।
সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীকে বঙ্গভূষণ সম্মাননা মুখ্যমন্ত্রীর।
ক্রিকেটার ঋদ্ধিমান সাহাকে বঙ্গভূষণ সম্মাননা প্রদান।
সঙ্গীতশিল্পী কৌশিকী চক্রবর্তীকে বঙ্গভূষণ সম্মান প্রদান মুখ্যমন্ত্রীর।
সাংবাদিক দেবাশিস ভট্টাচার্যকে বঙ্গভূষণ সম্মাননা প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অভিনেত্রী ইন্দ্রাণী হালদারকে বঙ্গভূষণ সম্মাননা প্রদান করলেন মুখ্যমন্ত্রী।
অভিনেতা দেব এবং অভিনেত্রী ঋতুপর্ণাকে বঙ্গভূষণ সম্মাননা করলেন মুখ্যমন্ত্রী।
বাংলা ছায়াছবির পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়কে বঙ্গভূষণ সম্মাননা প্রদান মুখ্যমন্ত্রীর।
সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়কে বঙ্গভূষণ সম্মাননা প্রদান করলেন মুখ্যমন্ত্রী।
বাংলার হকি তারকা ভরত ছেত্রীকে বঙ্গভূষণ সম্মাননা প্রদান করলেন মুখ্যমন্ত্রী।
কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে বঙ্গভূষণ সম্মাননা প্রদান করলেন মুখ্যমন্ত্রী।
বলাগড়ের বিধায়ক তথা সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারীকে বঙ্গভূষণ সম্মাননা প্রদান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
অর্থনীতিবিদ কৌশিক বসুকে বঙ্গবিভূষণ সম্মাননা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৌশিক বসুকে বাংলায় ফিরে আসার আহ্বান মুখ্যমন্ত্রীর।
প্রসঙ্গত, এ বার ‘বঙ্গভূষণ’ সম্মান পাচ্ছেন অভিনেতা দেব অধিকারী। মুখ্যমন্ত্রীর চিঠি হাতে পেয়ে রবিবার সেই খবর ফেসবুকে পোস্ট করেছেন তিনি। ‘বঙ্গভূষণ’ পাচ্ছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, গায়িকা কৌশিকী চক্রবর্তী ও শ্রেয়া ঘোষাল এবং সরোদবাদক দেবজ্যোতি বসু। বঙ্গবিভূষণ পাচ্ছেন তবলাবাদক পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়।