Mamata Banerjee

Independence Day: খেলা হবে থেকে দুয়ারে সরকার, বর্ণময় ট্যাবলোয় ভরল রেড রোড, পতাকা তুললেন মমতা

দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস পালন হল রেড রোডে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২১ ১০:৪৬
Share:
শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২১ ১১:১৫ key status

ট্যাবলোয় ‘খেলা হবে’

সোমবার ‘খেলা হবে’ দিবস। তার আগে সেই ট্যাবলোও দেখা গেল রেড রোডে। ট্যাবলোর উপরে কয়েক জন বাচ্চাকে ফুটবল পায়ে দেখা যায়। 

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২১ ১১:১৩ key status

পুলিশ মেমোরিয়াল ও নেতাজির মূর্তিতে মাল্যদান

অনুষ্ঠান শেষে পুলিশ মেমোরিয়াল ও নেতাজির মূর্তিতে মাল্যদান করলেন মুখ্যমন্ত্রী। 

Advertisement
শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২১ ১১:০৯ key status

ট্যাবলোয় ‘দুয়ারে সরকার’, ‘দুয়ারে রেশন’, ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’

ট্যাবলোর মাধ্যমে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প ‘দুয়ারে সরকার’, ‘দুয়ারে রেশন’ ও ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’-ও দেখানো হয়েছে। 

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২১ ১১:০৬ key status

‘কন্যাশ্রী’, ‘লক্ষ্মীর ভান্ডার’, ‘জল ধরো’ প্রভৃতি প্রকল্পের ট্যাবলো রয়েছে

রাজ্য সরকারের প্রায় সব প্রকল্পের সুসজ্জিত ট্যাবলো যাচ্ছে মুখ্যমন্ত্রীর সামনে দিয়ে। ট্যাবলোর উপরে সেই প্রকল্পের উপকারিতা দেখানো হচ্ছে শিল্পীদের মাধ্যমে। 

Advertising
Advertising
শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২১ ১০:৫৫ key status

পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী, দেওয়া হচ্ছে ‘গার্ড অব অনার’

রেড রোডে দেশের জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী। তার পরে কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য পুলিশ মহলের অনেককে সংবর্ধনা দেন তিনি। মুখ্যমন্ত্রীকে দেওয়া হচ্ছে ‘গার্ড অব অনার’। রাজ্য পুলিশ ও রাজ্যের বিভিন্ন প্রকল্পের ট্যাবলো যাচ্ছে মুখ্যমন্ত্রীর সামনে দিয়ে। 

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২১ ১০:৪৫ key status

রেড রোডে পৌঁছলেন মুখ্যমন্ত্রী

দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে রেড রোডের অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব। রয়েছেন কলকাতার পুলিশ কমিশনারও। স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা রেড রোড চত্বরে। রাজ্যের অন্যান্য মন্ত্রীরাও রয়েছেন সেখানে। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement