Calcutta High Court

নতুন বিচারপতি পেল কলকাতা হাই কোর্ট, রেজিস্ট্রার জেনারেলকে নিয়োগ আইন মন্ত্রকের

চৈতালি চট্টোপাধ্যায় দাস বর্তমানে কলকাতা হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল। তাঁকে অতিরিক্ত বিচারপতি হিসাবে দু’বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার এসেছে আইন মন্ত্রকের অনুমোদন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১৮
Share:
Chaitali Chatterjee Das has been appointed as new judge in Calcutta High Court

—প্রতীকী ছবি।

নতুন বিচারপতি পেল কলকাতা হাই কোর্ট। উচ্চ আদালতের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিয়োগ করা হয়েছে চৈতালি চট্টোপাধ্যায় দাসকে। তিনি বর্তমানে হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল পদে রয়েছেন। তাঁকে আপাতত দু’বছরের জন্য অতিরিক্ত বিচারপতির দায়িত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকারের আইন মন্ত্রক।

Advertisement

চৈতালিকে বিচারপতি হিসাবে নিয়োগের বিষয়ে হাই কোর্টের কলেজিয়াম থেকে প্রস্তাব আগেই গিয়েছিল। সুপ্রিম কোর্টের কলেজিয়াম থেকে অতিরিক্ত বিচারপতি হিসাবে চৈতালির নাম পাশ হয়েছিল ২০২৪ সালের ৪ জানুয়ারি। এত দিনে আইন মন্ত্রকের অনুমোদন এল। বুধবার এ বিষয়ে বিবৃতি দিয়ে কেন্দ্র জানিয়েছে, কলকাতা হাই কোর্টে দু’বছরের জন্য অতিরিক্ত বিচারপতির দায়িত্ব দেওয়া হল চৈতালিকে। রাষ্ট্রপতি তাঁকে নিয়োগ করেছেন।

হাই কোর্টে মোট বিচারপতি থাকার কথা ৭২ জন। কিন্তু কলকাতা হাই কোর্টে সেই সংখ্যা অনেকটাই কম। এত দিন হাই কোর্টে মোট ৪৩ জন বিচারপতি ছিলেন। চৈতালির নিয়োগের পর সেই সংখ্যা হল ৪৪। অর্থাৎ, এখনও প্রয়োজনের তুলনায় ২৮ জন বিচারপতি কম আছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement