তাঁর সল্টলেকের ফ্ল্যাট থেকে তিন কোটি ৭০ লক্ষ টাকা এবং কয়েক কেজি সোনা পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হলো রাঁচীর আয়কর দফতরের মুখ্য কমিশনার তাপস দত্তকে।
সিবিআই সূত্রের খবর, বুধবার বেশি রাতেই সল্টলেকের সিটি সেন্টার সংলগ্ন এলাকা থেকে তাপসবাবুকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাঁকে রাঁচী নিয়ে গিয়ে দুপুর সাড়ে ১২টা নাগাদ বিশেষ সিবিআই কোর্টে হাজির করা হয়। এই আয়কর কর্তাকে ৪ দিনের ট্রানজিট রিমান্ডে চায় সিবিআই। বিচারক মঞ্জুর করেন।
বুধবার কলকাতা ও রাঁচী মিলিয়ে ২৩টি জায়গায় হানা দেয় সিবিআই। বৃহস্পতিবার রাতে সিবিআই জানিয়েছে, তাপসবাবুর সল্টলেকের ফ্ল্যাট থেকে মোট ৩ কোটি ৭০ লক্ষ টাকা ও ৬.৬ কেজি সোনা মিলেছে। এ ছাড়া তাপসবাবু সম্প্রতি ৪ কোটি টাকা দিয়ে কলকাতায় একটি ফ্ল্যাট কিনেছেন, যার নথি তাঁর বাড়ি থেকে মিলেছে। তাপসবাবুর বিরুদ্ধে মূল অভিযোগ, ঘুষের বিনিময়ে তিনি বহু ভুয়ো সংস্থাকে আয়কর ফাঁকি দিতে সাহায্য করেছেন। ফলে বহু টাকার রাজস্ব ক্ষতি হয়েছে।
সিবিআইয়ের অভিযোগ, এই সব ভুয়ো সংস্থার সাহায্যে তিনি ঘুষের টাকার একাংশ হাওয়ালা মারফত বিদেশে পাঠান। ভুয়ো সংস্থাগুলির এক দালালের সঙ্গে তাঁর ওঠাবসার কথা মেনেছেন আয়কর অফিসারদের একাংশ। সিবিআই জেনেছে, বছর দুই আগে কলকাতায় ওই দালালের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা হয়। তার সঙ্গে যোগসাজসেই তাপসবাবু প্রায় দু’শো ভুয়ো সংস্থার প্যান কার্ডের ঠিকানা বদলে কলকাতা থেকে রাঁচীতে নিয়ে যান।