Madan Mitra

Madan Mitra: আইকোর মামলায় মদন মিত্রকে তলব সিবিআই-এর, ডাকা হয়েছে তাঁর ছেলেকেও

সিবিআই সূত্রে জানা গিয়েছে, মদন মিত্রকে সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২১ ১৩:০০
Share:

মদন মিত্র। ফাইল ছবি।

মদন মিত্রকে তলব করল সিবিআই। আইকোর চিটফান্ড মামলায় কামারহাটির বিধায়ককে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, তাঁর বড় ছেলে স্বরূপ মিত্রকেও একই মামলায় তলব করা হয়েছে।

Advertisement


সিবিআই সূত্রে জানা গিয়েছে, মদন মিত্রকে সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। এবং তাঁর ছেলে স্বরূপকে মঙ্গলবার হাজিরা দিতে বলা হয়েছে। যদিও মদন বলেছেন, ‘‘এখনও পর্যন্ত কোনও নোটিস আমার হাতে আসেনি। নোটিস পেলে নিশ্চয় তদন্তে সহযোগিতা করব।’’

আইকোর চিটফান্ড মামলায় সম্প্রতি রাজ্যের দুই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মানস ভুঁইয়াকে তলব করেছিল সিবিআই। কিন্তু পার্থ সিবিআই-কে জানিয়েছিলেন, ভবানীপুর উপনির্বাচনের কাজ নিয়ে ব্যস্ত থাকায় তিনি হাজিরা দিতে পারবেন না। এর পর সিবিআই আধিকারিকরা শিল্প দফতরে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন পার্থকে। একই রকম ভাবে জল সম্পদ উন্নয়ন দফতরে গিয়ে মানসকে জেরা করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement