সারদা কেলেঙ্কারির একই মামলায় অভিযুক্ত ওঁদের সকলেই। তবু চার জনের অসুস্থতা যাচাইয়ে এইমসের ডাক্তার আসবেন, অথচ রমেশ গাঁধীর জন্য আসবেন না কেন? প্রশ্ন আদালতের।
মাতঙ্গ সিংহ, মনোরঞ্জনা সিংহ, সদানন্দ গগৈ এবং শান্তনু ঘোষ— সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত এই চার জন সত্যিই অসুস্থ, নাকি সবটাই অসুস্থতার ভান, দিল্লির এইমসের চিকিৎসক দলকে দিয়ে সেটা যাচাই করা দরকার বলে আবেদন করেছিল তদন্তকারী সংস্থা। কলকাতা হাইকোর্ট প্রাথমিক ভাবে সিবিআইয়ের আবেদন গ্রহণ করেছে। বলা হয়েছে, এই চার অভিযুক্তের স্বাস্থ্যপরীক্ষায় এইমসের চিকিৎসক দল আসতে পারে কলকাতায়।
কিন্তু ২৩ জুন হাইকোর্টে সিবিআই ওই আবেদন করার পরে জানা যায়, ২৭ জুন নিম্ন আদালতে এই নিয়ে শুনানি রয়েছে। সোমবারের শুনানিতে দু’টি বিষয় আলাদা করে তুলে ধরেছে নিম্ন আদালত।
• আদালতের প্রশ্ন, ওই চার অভিযুক্তের জন্য চিকিৎসক দল এলে রমেশের জন্য আসবে না কেন? ওই চার জনের মতো তিনিও তো গ্রেফতারের পরে দীর্ঘদিন হাসপাতালে আছেন।
• এইমস থেকে কোন কোন চিকিৎসক আসবেন, তার তালিকা আদালতকে দিতে হবে। ১ জুলাই নিম্ন আদালতের এই পর্যবেক্ষণের কথা হাইকোর্টে জানানোর কথা সিবিআইয়ের।
১১ জুলাই নিম্ন আদালতে ফের সিবিআইয়ের আবেদনের শুনানি হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারক।