Saokat Molla

Saokat molla: শওকতের সহায়ককে জিজ্ঞাসাবাদ

বুধবার ওই মামলায় শওকতকে দীর্ঘ ক্ষণ প্রশ্ন করার পাশাপাশি সাদেককে তলব করে নোটিস জারি করা হয়েছিল বলে সিবিআই সূত্রের খবর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ জুন ২০২২ ০৬:৪৬
Share:

ফাইল ছবি

কয়লা পাচার মামলায় দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার আপ্ত-সহায়ক ও ছায়াসঙ্গী সাদেক লস্করকে বৃহস্পতিবার ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল সিবিআই। বুধবার ওই মামলায় শওকতকে দীর্ঘ ক্ষণ প্রশ্ন করার পাশাপাশি সাদেককে তলব করে নোটিস জারি করা হয়েছিল বলে সিবিআই সূত্রের খবর।

Advertisement

শওকত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। তদন্তকারীদের দাবি, কয়লা পাচারে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা এবং তাঁর ঘনিষ্ঠ বিভিন্ন ব্যবসায়ী ও হিসাবরক্ষকদের বয়ান অনুযায়ী শওকতকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই মামলায় অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে নতুন তথ্য উঠে এসেছে। তদন্তকারীরা জানান, বেআইনি ভাবে খনি থেকে তোলা কয়লা দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হত। তার লভ্যাংশের একটি মোটা টাকা ওই জেলার কিছু নেতার মাধ্যমে বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে এবং নামে-বেনামে সম্পত্তি কেনা হয়েছে। তদন্তকারীদের দাবি, ২০১৬ সালে নোটবন্দির সময় কয়লা পাচারের লভ্যাংশের কালো টাকার একটি মোটা অংশ বিভিন্ন ব্যবসায়ীর মাধ্যমে সাদা করে নেওয়া হয়েছিল। তখন পুরনো নোট পাল্টে কয়েক কোটি টাকার নতুন নোট জোগাড় করা হয়। সেই কাণ্ডেও দক্ষিণ ২৪ পরগনার কিছু নেতা এবং তাঁদের ঘনিষ্ঠদের নাম উঠে এসেছে।

সিবিআইয়ের অভিযোগ, কয়েক বছরে শওকতের সম্পত্তি ও ব্যবসা ফুলেফেঁপে উঠেছে। তাই তাঁর আপ্ত-সহায়ককে প্রশ্ন করার প্রয়োজন ছিল। নির্দিষ্ট নথির ভিত্তিতে সাদেককে প্রশ্ন করা হয়েছে। পরে শওকত ও সাদেককে ফের জিজ্ঞাসাবাদ করা হবে। প্রয়োজনে দু’জনকে মুখোমুখি বসিয়েও প্রশ্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানান এক তদন্তকারী অফিসার।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement