উর্দু ও হিন্দিতে কথোপকথন ছিল একটি ক্যাসেটে। খাদিম-কর্তা অপহরণ মামলায় বুধবার বিশেষ আদালতে সেই ক্যাসেট শুনলেন বিচারক অরুণকিরণ বন্দ্যোপাধ্যায়। সরকারি আইনজীবী নবকুমার ঘোষের প্রশ্নের জবাবে সাক্ষী স্বাতী পাল জানান, ওই কণ্ঠস্বর ফারহান মালিক ওরফে আফতাব আনসারির। অন্য কণ্ঠস্বরটি খাদিম-কর্তা পার্থ রায়বর্মণের ভাই সিদ্ধার্থ রায়বর্মণের বলে সাক্ষ্য পর্বে জানা যায়। স্বাতী কথোপকথনের একটি অংশ অনুবাদ করে বলেন, ‘‘ফারহান বলছে, এখন তুমি ৩.৭৫ দেবে। বাকি ১.২৫ কবে দেবে, ওই লোকটির কাছে জানতে চায় সে।’’