প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে মামলা

মাধ্যমিকে ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র ফাঁস হয়েছিল বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থের মামলা করলেন সল্টলেকের এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৭ ০৪:০৮
Share:

মাধ্যমিকে ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র ফাঁস হয়েছিল বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থের মামলা করলেন সল্টলেকের এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। তাঁর আবেদন, ওই বিষয়ের পরীক্ষা বাতিল করা হোক এবং মামলার ফয়সালার আগে যাতে মাধ্যমিকের ফল ঘোষণা না-হয়, সেই নির্দেশ দেওয়া হোক।

Advertisement

আবেদনকারী কল্যাণ বাগচী দমদমের বিবেকানন্দ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তাঁর আইনজীবী সায়ক চক্রবর্তী সোমবার জানান, মামলার আবেদনে বলা হয়েছে, প্রশ্ন ফাঁস হওয়ায় দুই শ্রেণির পরীক্ষার্থীর মধ্যে বৈষম্যের সৃষ্টি হয়েছে। যারা পরীক্ষার আগে প্রশ্নপত্র দেখার সুযোগ পেয়েছে, সুবিধাজনক অবস্থায় রয়েছে তারা। ভৌতবিজ্ঞানের উত্তরপত্রের মূল্যায়ন আদৌ না-করার নির্দেশ দেওয়া হোক। তবে পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের দাবি, প্রশ্নপত্র ফাঁস হয়নি। ভৌতবিজ্ঞানের পরীক্ষা নতুন করে নেওয়ার কোনও প্রশ্ন ওঠে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement