Case Against Kunal Ghosh

বিচারপতি সম্পর্কে ‘আপত্তিকর মন্তব্য’, তৃণমূলের কুণালের বিরুদ্ধে মামলা দায়ের কলকাতা হাই কোর্টে!

কুণাল ঘোষ ছাড়াও ওই মামলায় রয়েছে উচ্চ প্রাথমিকের কয়েক জন চাকরিপ্রার্থীর নাম। মঙ্গলবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানির সম্ভাবনা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ২২:১৩
Share:
কুণাল ঘোষ।

কুণাল ঘোষ। —ফাইল চিত্র।

বিচারপতি বিশ্বজিৎ বসু সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন। এমনই অভিযোগে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হল কলকাতা হাই কোর্টে। স্বতঃপ্রণোদিত ওই মামলায় কুণাল ছাড়াও ওই মামলায় রয়েছে উচ্চ প্রাথমিকের কয়েক জন চাকরিপ্রার্থীর নাম।

Advertisement

মঙ্গলবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানির সম্ভাবনা।

গত শুক্রবার বিচারপতি বসুর এজলাসে উচ্চ প্রাথমিকে সুপারনিউমেরারি পদে নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল। নিয়োগে স্থগিতাদেশ ছিল হাই কোর্টের। সওয়ালের সময় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত আদালতের কাছে স্থগিতাদেশ তুলে নেওয়ার অনুরোধ করেন। যার প্রেক্ষিতে বিচারপতি জানান, রাজ্যকে এই আবেদন লিখিত ভাবে করতে হবে।

Advertisement

ঘটনাক্রমে চাকরিপ্রার্থীদের একাংশ বিক্ষোভ দেখান হাই কোর্ট চত্বরে। তাঁদের অভিযোগ, সুপ্রিম কোর্টের সুপারনিউমেরারি পদ নিয়ে নির্দেশের পরেও উচ্চ প্রাথমিক নিয়োগ মামলার কোনও অগ্রগতি হয়নি হাই কোর্টে। এমনকি, বিচারপতির সঙ্গে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের ‘আঁতাঁতের’ কথাও বলা হয়। বিচারপতি বসুর বিরুদ্ধে স্লোগান ওঠে। তাঁর ছবি রাস্তায় ফেলে দেন কয়েক জন। কয়েক জন আবার আইনজীবী বিকাশের চেম্বারের বাইরে বিক্ষোভ দেখান। ১৪৪ ধারা জারি রয়েছে, হাই কোর্টের এমন জায়গায় জমায়েত করে বিক্ষোভ দেখানো হয়।

পরে এই ঘটনার নিন্দা করেন বিচারপতি বসু। সোমবার আইনজীবী কল্লোল বসুরা মামলা দায়েরের অনুমতি চান। তার পরেই মামলা দায়ের হয়েছে। সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীদের সঙ্গে কুণালের পরিচয় রয়েছে বলে জানানো হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement