—ফাইল চিত্র।
গত সাত বছরে কোন কোন সংবাদমাধ্যমে কত টাকার কত পরিমাণ সরকারি বিজ্ঞাপন দেওয়া হয়েছে, হলফনামা দিয়ে সেই খতিয়ান আদালতে পেশ করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়ে জানিয়েছে, আগামী ছ’সপ্তাহের মধ্যে এই বিষয়ে হলফনামা পেশ করতে হবে।
একটি রাজনৈতিক দলের দৈনিক মুখপত্রের তরফে ২০১৩ সালে হাইকোর্টে মামলা করে অভিযোগ জানানো হয়েছিল, ২০১১ সাল থেকে তাদের সংবাদপত্রে কোনও সরকারি বিজ্ঞাপন দেওয়া হচ্ছে না। উল্লেখ্য, তৃণমূল ২০১১-তেই ক্ষমতায় আসে। বিরোধী দলের সেই মুখপত্রের পক্ষে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও সব্যসাচী চট্টোপাধ্যায় এ দিন জানান, ওই সংবাদপত্রে সরকারি বিজ্ঞাপন দেওয়ার জন্য বিচারপতি দেবাংশু বসাক ২০১৫ সালে সরকারকে নির্দেশ দিয়েছিলেন। সরকারের তরফে সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল মামলা দায়ের করা হয়। এ দিন সেই মামলার শুনানিতে বিচারপতি বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল অভ্রতোষ মজুমদারকে বিজ্ঞাপনের খতিয়ান-সহ হলফনামা পেশের ওই নির্দেশ দেয়।
আইনজীবী বিকাশবাবু জানান, ডিভিশন বেঞ্চ এ দিন মন্তব্য করেছে, সরকারি বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে বৈষম্য করার বিষয়টি সংবিধানসম্মত কি না, তা দেখতে হবে।